টিপলেই বড়! স্মার্টফোনের দুনিয়াকে চিরতরে পাল্টে দিতে হাজির Tecno Rollable Phone

এমন এক স্মার্টফোন কল্পনা করুন, যার স্ক্রিনের আকার চোখের নিমেষে পরিবর্তন করা যায়। অবাক হচ্ছেন? এটি কোনও কল্পবিজ্ঞানের কাহিনী নয়। Tecno Phantom Ultimate এমনই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্টে চীনা ব্র্যান্ডটি রোলেবল স্ক্রিন যুক্ত স্মার্টফোন, Phantom Ultimate সহ বেশ কয়েকটি প্রোটোটাইপ মডেল প্রদর্শন করেছে।

টেকনো বরাবরই উদ্ভাবনের ওপর বিশেষ নজর দিয়ে থাকে। গত বছর এমডব্লিউসি-তে কোম্পানি একটি রোলেবল ফোনের কনসেপ্ট উন্মোচন করেছিল। তবে এবারের ইভেন্টে ফোনটি আর ধারণার পর্যায়ে নেই, এটি এখন চরম বাস্তব। একটি কার্যকরী ডিভাইস হিসেবে শীঘ্রই বাজারে পা রাখতে পারে Tecno Phantom Ultimate। হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে টেকনো, আসুন দেখে নেওয়া যাক।

Tecno Phantom Ultimate-এর ওপর থেকে পর্দা সরলো

টেকনো ফ্যান্টম আলটিমেট আদতে একটি কম্প্যাক্ট ফোন, যার ডিসপ্লের আকার ৬.৫৫ ইঞ্চি। কিন্তু একটি সাধারণ বাটনের চাপে, এটি পাশ থেকে ৭.১১ ইঞ্চির স্ক্রিনে প্রসারিত হয়, যা ভিডিও দেখা বা গেমিংয়ের জন্য উপযুক্ত। আর মাত্র ১.৩ সেকেন্ড সময়ের মধ্যেই স্ক্রিনটি তার সর্বোচ্চ সীমায় এক্সপ্যান্ড করতে পারে।

বর্তমান সময়ে ফোল্ডেবল ফোনের উত্থানের ফলে সফ্টওয়্যারকেও প্রয়োজনীয় বদলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং টেকনো এই ক্ষেত্রে ভালোভাবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। ফ্যান্টম আলটিমেটের স্ক্রিন প্রসারিত বা সঙ্কুচিত হওয়ার সাথে সাথে এর ইউজার ইন্টারফেস এবং অ্যাপগুলি অনায়াসে অ্যাডজাস্ট হয়ে যায়।

যদিও, Tecno Phantom Ultimate-এর ওপর এখনও কাজ চলেছে, তবে ইতিমধ্যেই টেকনোর দুটি সফল ফোল্ডেবল ফোন বাজারে উপলব্ধ, এগুলি হল Tecno Phantom V Fold এবং Phantom V Flip। কোম্পানির ইঞ্জিনিয়াররা আরও নতুন প্রযুক্তি ও ডিভাইসের ওপর কাজ করে চলেছে। সম্প্রতি তারা একটি বর্ডারলেস ফোল্ডেবল মেইন স্ক্রিন তৈরি করেছে, নিমগ্ন ভিউয়িং এক্সপেরিয়েন্সের জন্য যার বেজেলের পুরুত্ব ভীষণই কম।