Oppo আনবে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের প্রথম স্মার্টফোন

চিপসেট নির্মাতা Qualcomm আগামী ডিসেম্বরে তাদের লেটেস্ট প্রসেসর Snapdragon 875 লঞ্চ করবে। যেটা আসলে বর্তমানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, Snapdragon 865 এর আপগ্রেড ভার্সন হবে। তবে জনপ্রিয় একজন চীনা টিপ্সটার জানিয়েছেন, স্ন্যাপড্রাগন ৮৭৫ এর সাথে কোম্পানি এর ডাউনগ্রেড ভার্সনও লঞ্চ করবে, যার নাম হবে Snapdragon 870।

টিপ্সটার আরও জানিয়েছেন, এই প্রসেসর ডাউনগ্রেড ভার্সন হলেও এর ক্ষমতা স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস এর থেকে ভালো হবে, এমনকি এর ক্লক স্পিড হতে পারে ৩.২ গিগাহার্টজ। এমনকি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে প্রথম স্মার্টফোন আনবে Oppo বলেও দাবি করেছেন টিপ্সটারটি। যদিও এই ফোনের নাম কি হতে পারে তা তিনি জানান নি। তবে এই ফোনটি 5G রেডি হবে।

এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল অপ্পো আরও একটি ৫জি ফোনের ওপর কাজ করছে, যার নাম Oppo K7x । এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। এছাড়াও এই ফোনে আমরা পেতে পারি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩০ ওয়াট ভুক চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে।

এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। ক্যামেরা সেটআপ হবে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। আবার সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের অক্টা কোর প্রসেসরের ক্লক স্পিড হবে ২.০ গিগাহার্টজ।