উৎসবের আমেজে একসাথে 11টি নতুন Smart TV লঞ্চ হল, ভরপুর বিনোদন পাবেন মাত্র 24999 টাকা থেকে

বিগত কয়েক বছরে ভারতে বিনোদনের অন্যতম প্রকৃষ্ট হয়ে দাঁড়িয়েছে স্মার্ট টিভি (Smart TV), আর উৎসব তথা এই ছুটির মরসুমের মুখে দাঁড়িয়ে এই ধরণের টেলিভিশন কেনার দিকেও অনেকে ঝুঁকছেন। এমতাবস্থায় Hisense আজ ভারতে U7K, U6K এবং E7K নামের তিন-তিনটি নতুন স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করল। এক্ষেত্রে নতুন টিভিগুলির দাম শুরু হচ্ছে নূন্যতম ২৪,৯৯৯ টাকা থেকে। আর ক্রেতারা Hisense-এর এই তিনটি টিভি সিরিজের অধীনে বিভিন্ন স্ক্রিন সাইজের মোট ১১টি মডেল বিকল্প হিসেবে পাবেন, যেগুলি উন্নত মানের ইমেজ এবং সাউন্ড আউটপুট অফার করবে। আসুন তবে, এখন লেটেস্ট Hisense U7K, U6K ও E7K টিভিগুলির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন এক নজরে দেখে নিই।

নতুন Hisense U7K, U6K ও E7K টিভির মূল্য, প্রাপ্যতা

– নতুন হাইসেন্স ইউ৭কে স্মার্ট টিভি সিরিজ ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি – চারটি ভিন্ন স্ক্রিন সাইজে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে কেনা যাবে। এগুলির প্রারম্ভিক দাম ৫৯,৯৯৯ টাকা, যেখানে টপ-এন্ড ৮৫ ইঞ্চি মডেলটির দাম ১,৩৯,৯৯৯ টাকা পর্যন্ত যাবে।

– হাইসেন্স ইউ৬কে লাইনআপে মোট তিনটি টিভি এসেছে। এর মধ্যে ৪৩ ইঞ্চি মডেলটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ ২৬,৯৯০ টাকায় বিক্রি হবে। অন্যদিকে এর ৫৫ ইঞ্চি মডেলের দাম হবে ৪৫,৯৯০ টাকা, যেখানে ৬৫ ইঞ্চি মডেলটি ৬২,৯৯০ টাকায় কেনা যাবে। এই দুটি টিভি ক্রোমা (Croma) এবং রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital)-এর পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরগুলির মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে৷

– হাইসেন্স ই৭কে টিভিগুলিরও ৪টি ভিন্ন স্ক্রিন সাইজ শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। ক্রেতারা এর ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন বিকল্প হিসেবে পাবেন, যাদের দাম শুরু ২৪,৯৯৯ টাকা থেকে। আগামী ১লা অক্টোবর থেকে ১৫ই নভেম্বরের মধ্যে এই টিভিগুলি কিনলে অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

নতুন Hisense U7K, U6K ও E7K টিভির স্পেসিফিকেশন

হাইসেন্স ইউ৭কে স্মার্ট টিভিগুলি মিনি এলইডি প্রযুক্তি, কোয়ান্টাম ডট কালার প্রযুক্তি, এইচডিআর১০+ (HDR10+), এইচডিআর১০ (HDR10) এবং এইচএলজি (HLG) প্রযুক্তিসহ ফুল অ্যারে লোকাল ডিমিং প্রো ফিচার বহন করবে, যার ফলে ভালো কালার কম্বিনেশনের ছবি দেখা যাবে। এটি এএলএলএম (ALLM), ই-এআরসি (e-ARC) এবং এএমডি ফ্রি-সিঙ্ক (AMD FreeSync)-এর মতো অনেক গেমিং ফিচারের সাথে আসে। উন্নতমানের অডিও এবং ভিজ্যুয়ালের জন্য, এইসব টিভিতে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সাপোর্টও রয়েছে। সাথে রয়েছে হাই-ভিউ ইঞ্জিন।

এদিকে হাইসেন্স ইউ৬কে টিভি ৩টিতে ১২০ হার্টজ কিউএলইডি এইচআরআর (QLED HRR) প্যানেল এবং গেম প্লাস মোড রয়েছে। এগুলিও ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, এএলএলএম, ই-এআরসির মতো ফিচার অফার করবে। আবার এইসব মডেল এআই (AI) স্পোর্টস মোড এবং গুগল টিভি (Google TV) ইন্টিগ্রেশনের সাথে আসবে।

আবার নতুন হাইসেন্স ই৭কে টিভিগুলি ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে ডলবি ভিশন, এআই পিকচার টেকনোলজি, কোয়ান্টাম ডট কালার টেকনোলজি ও ডলবি অ্যাটমসের সুবিধা বহন করবে। এছাড়াও এগুলিতে এএলএলএম, ই-এআরসির মতো বিকল্পও থাকবে।