Tatkal Train Ticket: দোলে বাড়ি ফিরতে বা ঘুরতে যেতে চান, এই একটি বুদ্ধি করলেই পাবেন কনফার্ম টিকিট

আপনি কি কর্মসূত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকেন এবং হোলির ছুটিতে বাড়ি আসতে চান? অথবা আপনি কি এই হোলির ছুটিতে কোথাও বেড়াতে যেতে চান, কিন্তু কিভাবে কনফার্ম টিকিট পাবেন সেই নিয়ে চিন্তা করছেন? তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না, কারণ আজ আমরা তৎকাল ট্রেনের টিকিট বুক করার বিশেষ পদ্ধতি সম্পর্কে জানাবো। যার মাধ্যমে আপনি খুব সহজেই IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে পারবেন।

IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে কনফার্ম টিকিট বুক করার সবথেকে সহজ উপায়

তৎকাল টিকিট বুক করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে অনলাইন হওয়া। এসি কোচের তৎকাল টিকিট বুক করার সময় সকাল 10টা, তাই এখানে আপনাকে 9.50-এর মধ্যে লগইন করতে হবে। স্লিপার ক্লাসে তৎকাল টিকিট বুক করার সময় শুরু হয় 11টা থেকে, তাই এর জন্য 10.50 এ লগইন করা প্রয়োজন। আর এরপর আপনাকে যেগুলি করতে হবে সেটি হল –

তৎকাল টিকিট বুক করার জন্য আপনাকে মাস্টার লিস্ট ফিচারটি ব্যবহার করতে হবে। এই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই প্যাসেঞ্জার ডিটেলস পূরণ করতে পারবেন। এটি করা থাকলে বুকিং করার সময় আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস লিখে অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। ফলে তাড়াতাড়ি পেমেন্ট করে টিকিট বুক করা সম্ভব হবে।

কিভাবে মাস্টার লিস্ট ফিচার কাজ করে?

  • মাস্টার লিস্ট ফিচার ব্যবহার করতে প্রথমে আইআরসিটিসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • তারপর My account-এ গিয়ে My Profile অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর Add Modify Master List অপশনটি বেছে নিন।
  • এবার যাত্রীর, নাম, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার মাস্টার লিস্ট তৈরি হয়ে যাবে।
  • বুকিং এর সময় My Passenger List-এ ক্লিক করুন।
  • আর এরপর পেমেন্ট করে সহজেই তৎকাল টিকিট বুক করুন।