GoMechanic: মাসে মাত্র 200 টাকায় চিন্তামুক্তি, গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে গোমেকানিক, নতুন পরিষেবা আনল

গাড়িতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি পরিষেবা দেওয়ার ঘোষণা করল অটোমোটিভ স্টার্টআপ গোমেকানিক (GoMechanic)। ২০০ টাকা থেকে সমগ্র দেশে যে কোনো ব্র্যান্ডের গাড়িতে শুরু হচ্ছে এই ওয়ারেন্টি পরিষেবা। পাঁচটি বিভিন্ন প্যাকেজের ওয়ারেন্টি চালু করছে সংস্থাটি – অথোরাইজড ওয়ারেন্টি, সাসপেনশন কভার, ৩৬০ ডিগ্রি প্রোটেকশন, ইঞ্জিন ওয়ারেন্টি এবং ব্রেক ওয়ারেন্টি।

ভারতের ৬০-এর বেশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শহরে এই পরিষেবা চালু হতে চলেছে। যার মধ্যে রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, পুণে, ব্যাঙ্গালোর, দেরাদুন, কানপুর, আগ্রা, অমৃতসর, ভোপাল, কোয়েম্বাটুর, মিরাট সহ আরও অন্যান্য শহর। গো-মেকানিকের তরফে এই বর্ধিত ওয়ারেন্টি প্যাকেজ গাড়ির গুরুত্বপূর্ণ অংশ যেমন ইঞ্জিন, সাসপেনশন, ব্রেক, এমনকি রক্ষণাবেক্ষণের ওপরও মিলবে বলে জানানো হয়েছে।

এই ওয়ারেন্টি প্যাকেজের আওতায় শ্রমিক ও অন্যান্য খরচ শামিল হবে। অধিকন্তু এতে রয়েছে বিনামূল্যে রোডসাইড অ্যাসিস্টেন্সের সুবিধা (RSA)। তবে ওয়ারেন্টি জন্য আবেদন জানানোর পর গাড়ির খুঁটিনাটি পরীক্ষা করে দেখবে সংস্থাটি। যদি সেটি ওয়ারেন্টির আওতায় আনার যোগ্য বলে প্রমাণিত হয়, তবেই ছাড়পত্র দেওয়া হবে। এক বছরের হিসেবে সর্বনিম্ন ৯৯৯ টাকায় ওয়ারেন্টির সুবিধা গ্রহণ করা যাবে। সঙ্গে নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে।

GoMechanic-এর সহ-প্রতিষ্ঠাতা রিষভ কারওয়া বলেন, “৭০% গাড়ির মালিক যারা নির্মাতাদের থেকে ওয়ারেন্টি কেনেন, তাদের মধ্যে বেশিরভাগ গ্রাহককে ওয়ারেন্টির পূর্ণ সুবিধা দেওয়া হয় না। আমাদের পরিষেবা প্রদানকারী দলটি গ্রাহকদের থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা জানবে, যাতে তারা দীর্ঘমেয়াদী গাড়ির মালিকানা নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন।” এদিকে এই পরিষেবার সম্পর্কে যাতে আরও বেশিসংখ্যক মানুষকে অবগত করা যায়, সেজন্য ১,০০০ ওয়ার্কসপ থেকে প্রচার চালাচ্ছে সংস্থাটি। সংস্থার অন-গ্রাউন্ড কর্মীরাও এই কাজে শামিল হয়েছে, যারা ‘সার্ভিস বাডিস’ নামে পরিচিত।