বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহার করা যাবে দেশীয় JioPages ব্রাউজার

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ভারতীয় সংস্থা দেশীয় প্রোডাক্ট উৎপাদনের ওপর জোর দিয়েছে। তবে গতবছর কেন্দ্রীয় সরকার ‘আত্মনির্ভর’ কর্মসূচি গ্রহণ করার পর থেকেই দেশীয় সংস্থাগুলির এই ধরণের সংকল্পের আগুনে ঘি পড়েছে! ফলত এই কয়েক মাসে একের পর এক ‘মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, অ্যাপ ইত্যাদি তৈরি হয়েছে; জোর দেওয়া হয়েছে দেশের প্রযুক্তি ও গবেষণাতেও। সেক্ষেত্রে এবার, অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টটিভিতে আত্মপ্রকাশ করে ভারতের প্রযুক্তি দক্ষতার প্রদর্শন করল Reliance Jio নির্মিত JioPages ব্রাউজার। মুকেশ আম্বানির মালিকানাধীন দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাটি বেশ কিছুদিন আগে এই JioPages ওয়েব ব্রাউজার লঞ্চ করেছিল, যা সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করা যেত। পরে Jio-র সেট টপ বক্স (STB)-এও এই ব্রাউজার অ্যাক্সেস করার সুবিধা দেওয়া হয়। STB-তে সাফল্য লাভের পর এখন, বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীদের জন্যই JioPages ব্রাউজার উপলব্ধ হয়েছে। আসুন এই ভারতীয় ব্রাউজারটির মুখ্য ফিচারগুলি জেনে নিই।

JioPages-এর ফিচার

১. JioPages এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এই ব্রাউজারে আটটি ভারতীয় ভাষায় (বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি, মালয়ালম ও কন্নড়) সার্চ করা যায়। ব্যবহারকারীরা তাদের পছন্দের ভাষায় ট্রেন্ডিং নিউজ দেখতে ও পড়তে পারবেন। এমনকি বড় স্ক্রিনে ই-নিউজপেপারগুলি ডাউনলোডও করতে পারবেন।

২. JioPages ব্রাউজারে আছে অ্যাডভান্সড ডাউনলোড ম্যানেজার, ফলে ডাউনলোড হওয়া ফাইলগুলিকে (ভিডিও, ছবি, গান, ডকুমেন্ট ইত্যাদি) শ্রেণীবদ্ধ করতে পারে। এর ফলে ব্যবহারকারী খুব সহজে কোনো ফাইল খুঁজে পাবে।

৩. এই ব্রাউজার উন্নত সিকিউরিটি ও ডেটা প্রাইভেসি প্রদান করে। সুরক্ষিত ইনকগনিটো মোড থাকায় ব্যক্তিগত ব্রাউজিং আরো সুরক্ষিত হয়। এই প্রাইভেট ব্রাউজারে ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি সেভ থাকে না। এছাড়া ব্যবহারকারী ইনকগনিটো মোডের জন্য চার ডিজিটের পিন বা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন।

৪. আবার এই ব্রাউজারটি অযাচিত বিজ্ঞাপন এবং পপআপগুলিকে ব্লক করে দেয় ফলে ব্যবহারকারী কখনোই বিরক্ত হবেন না।

৫. JioPages ব্যবহারকারীর পছন্দ অপছন্দ অনুযায়ী নোটিফিকেশন প্রেরণ করে।

এছাড়াও JioPages এর মধ্যে এনক্রিপ্টেড কানেকশন, দ্রুত পেজ রেন্ডারিং, ফাস্ট ইঞ্জিন মাইগ্রেশন, পার্সোনালাইজড হোম স্ক্রিন, পার্সোনালাইজড থিম, পার্সোনালাইজড কনটেন্ট, ইনফর্মেটিভ কার্ড ইত্যাদি অজস্র ফিচার আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন