ঊর্দ্ধমুখী বিক্রির পাশাপাশি রেকর্ড আয়, যাবতীয় বাধা কাটিয়ে পায়ের তলার মাটি আরও শক্ত করল Ducati

কোভিড-১৯ অতিমারির সংকট কাটিয়ে ছন্দে ফিরছে গাড়ি বাজার৷ কমদামী মডেলের পাশাপাশি দামী মডেলের চাহিদাও এখন ঊর্দ্ধমুখী। অত্যাধুনিক প্রিমিয়াম মোটরসাইকেলের জন্য পরিচিত ইতালির ডুকাটি (Duacti) চলতি বছরের প্রথম ছয় মাসে বিপুল আয়ের কথা জানাল। বিশ্বজুড়ে চলা যোগান শৃঙ্খল  ও  লজিস্টিকের সমস্যা সত্ত্বেও তাদের এই উত্থান। ২০২২ এর জানুয়ারি থেকে জুনের মধ্যে ডুকাটির আয় ৫.৪% বৃদ্ধি পেয়েছে। ৫১৪ মিলিয়ন ইউরো থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪২ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪১০ কোটি।

বছরের প্রথমার্ধে ডুকাটির লভ্যাংশেও শ্রীবৃদ্ধি। উক্ত সময়ে লাভ বেড়েছে ১৪.৮%। গত বছর এই সময়ে তাদের প্রোফিট ছিল ৫৯ মিলিয়ন ইউরো। আর চলতি বছরের জানুয়ারি-জুনে তা বেড়ে দাঁড়িছে ৬৮ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যা প্রায় ৫৫৩ কোটি৷ এর আগে কোনও বছরের প্রথম ছয় মাসে তাদের লাভের অঙ্ক এতটা উচ্চতা স্পর্শ করেনি‌।

২০২২-এর প্রথমার্ধে ডুকাটি ৩৩,২৬৫টি প্রিমিয়াম মোটরসাইকেল বেচেছে। যদিও গত বছর এই সময়ে ৩৪, ৫১৫ ইউনিট দু’চাকা গাড়ি বেচেছিল তারা‌। যদিও এই বিষয়টিকে খুব একটা আমল দিতে রাজি নয় এই সংস্থা। ডুকাটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বলেন, “ডেলিভারি, আয় এবং লভ্যাংশের নিরিখে ২০২১ সালটি ছিল ডুকাটির কাছে আশীর্বাদসম। আর বিশ্বজুড়ে চলা সাপ্লাই চেইনে আকাল থাকায় ২০২২ সালটি প্রকৃতপক্ষে অনেক বেশি সমস্যাপ্রবণ বছর। তার উপর ২০২১ এর একই সময়ের নিরিখে এই বছরের প্রথমার্ধে ৮৬% অতিরিক্ত অর্ডারের চাহিদার চাপ আমাদের উপর ছিল। তা সত্ত্বেও আয় এবং লাভ বাড়াতে পেরেছি আমরা।

ডুকাটির কাছে ইতালি বৃহত্তম বাজার

বিক্রিবাটার নিরিখে ইতালি ডুকাটির বৃহত্তম বাজারে৷ সেখানে প্রথম ছয় মাসে ৬০২৮টি বাইক বেচেছে তারা‌‌। এর পরে উত্তর আমেরিকায় বিক্রি হয়েছে ৫,২৪৯ ইউনিট। তারপর জার্মানি ও ফ্রান্সে যথাক্রমে ৩৭৪৫টি ও ২৬৪৭টি মোটরসাইকেল ডেলিভারি দিতে পেরেছে তারা। আর এদের পরেই রয়েছে চীনের স্থান। ১২% বিক্রি বাড়িয়ে সে দেশে ২৪১১ ইউনিট ডেলিভারি দিতে পেরেছে ডুকাটি।

প্রসঙ্গত, জানুয়ারি-জুন ডুকাটির বেস্ট সেলিং মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে Multistrada V4। বিক্রি হয়েছে ৬১৩৯টি। দ্বিতীয় স্থানে রয়েছে Monster। ৪৭৭৬ ইউনিট বেচা হয়েছে। আর Scrambler 800 কিনেছেন ৩৯৯৯ গ্রাহক। এখন ৯০টি দেশে ৭৯৭টি ডিলারশিপ রয়েছে ডুকাটির। তার মধ্যে ২১টি চলতি বছরের প্রথমার্ধে খোলা  হয়েছে।