CherryBlos ম্যালওয়্যার থেকে সাবধান! টেলিগ্রাম, টুইটার এবং ইউটিউব থেকে করছে হামলা

CherryBlos ম্যালওয়্যারটি ডিভাইস থেকে যেকোনো রকম পাসওয়ার্ড চুরি করতে সক্ষম, ফলে এটি যে কোনো রকম ব্যাঙ্ক জালিয়াতি করতে পারে

বর্তমানে CherryBlos নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার বাজারে ঘোরাফেরা করছে। আর নতুন এই ম্যালওয়্যারটি টেলিগ্রাম, টুইটার এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহারকারীদের টার্গেট করছে। জানা গিয়েছে, এই ম্যালওয়্যারটি এখন অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর Google Play-তেও উপস্থিত রয়েছে। তবে Google দাবি করেছে যে, তারা ইতিমধ্যেই এই ম্যালওয়্যারকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু ভয়ের বিষয় হল, সরানোর আগেই CherryBlos ম্যালওয়্যারটি কয়েক হাজার ডিভাইসে প্রবেশ করেছে। উল্লেখ্য, CherryBlos ম্যালওয়্যারটিকে প্রথম দেখা গিয়েছিল এই বছরের এপ্রিল মাসে।

CherryBlos ম্যালওয়্যারটি বিপদজনক কেন?

এই ম্যালওয়্যারটি ডিভাইস থেকে যেকোনো রকম পাসওয়ার্ড চুরি করতে সক্ষম, ফলে এটি যে কোনো রকম ব্যাঙ্ক জালিয়াতি করতে পারে। এটি ব্যবহারকারীর লগইন ক্রেডেনশিয়াল চুরি করতে পারদর্শী। আর ম্যালওয়্যারটিকে ডিভাইসে খুঁজে পাওয়াও কঠিন। রিপোর্ট অনুযায়ী, এটি লগইন ক্রেডেনশিয়াল চুরি করে ফটো এবং ভিডিও থেকে তথ্যও বের করতে পারে। আপনি যদি ছবি বা ভিডিওর ফরম্যাটে কোনো সংবেদনশীল তথ্য রাখেন তাহলেও এই ম্যালওয়্যারটি সেটি চুরি করতে পারে।

ম্যালওয়্যার কি?

মোবাইল বা কম্পিউটারের মতো ইলেকট্রনিকস ডিভাইসের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে ম্যালওয়্যারগুলি তৈরি করা হয়। এটি একটি সফটওয়্যার প্রোগ্রাম, যেটি কম্পিউটার থেকে সংবেদনশীল তথ্য চুরি করতে পারে, কম্পিউটারকে স্লো করে দিতে পারে, এমনকি ব্যবহারকারীর অজান্তেই তার মেইল আইডি থেকে ভুয়ো ইমেইলও পাঠাতে পারে।

ম্যালওয়্যারের প্রকারভেদ

ম্যালওয়্যার বিভিন্ন নামে পরিচিত। যেমন ভাইরাস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।

কীভাবে এই ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকবেন?

  • এই ধরনের ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বিনামূল্যে সফটওয়্যার ডাউনলোড করা এড়িয়ে চলুন।
  • সর্বদা অফিশিয়াল সফটওয়্যার ডাউনলোড করুন।
  • কখনো কোনো ম্যালওয়্যার আক্রান্ত ওয়েবসাইটে যাবেন না।
  • যে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য অফিসিয়াল অ্যাপ স্টোর ব্যবহার করুন।
  • কারো সাথে OTP বা লগ ইন ডিটেলস শেয়ার করবেন না।