২০২৩ সালে বাজারে আসতে পারে Wi-Fi 7 প্রজন্মের রাউটার, ইউজাররা পাবেন ৩৩ জিবিপিএস ডেটা স্পিড

খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে পরবর্তী প্রজন্মের Wi-Fi (ওয়াই-ফাই) প্রোটোকল Wi-Fi 7 (ওয়াই-ফাই ৭)। হ্যাঁ ঠিকই পড়েছেন! পূর্বসূরি ষষ্ঠ প্রজন্মের ওয়াই-ফাই নেটওয়ার্কের তুলনায় এটি প্রায় তিনগুণ দ্রুত পরিষেবা নিয়ে হাজির হবে বলে শোনা যাচ্ছে। সদ্য প্রকাশিত Android Authority-র রিপোর্ট থেকেই এ সংক্রান্ত জল্পনা সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে Wi-Fi 7 প্রোটোকল ব্যবহার করে ইউজাররা ৩৩ জিবিপিএস (Gbps) পর্যন্ত উচ্চগতির পরিষেবা প্রত্যক্ষ করতে পারবেন। অর্থাৎ Wi-Fi 6 ও 6E প্রযুক্তি ব্যবহার করে যেখানে সর্বাধিক ১০ জিবিপিএস ডেলিভারি গতিতে পরিষেবা উপভোগ করা যেত, সেখানে আসন্ন সপ্তম প্রজন্মের Wi-Fi নেটওয়ার্ক আমাদের পুরো ৩৩ জিবিপিএস (অর্থাৎ ৩ গুণের বেশি) উচ্চগতির ডেলিভারি স্পিড প্রদান করবে।

প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে, ২০২৪ সালের আগে ওয়াই-ফাই ৭ প্রোটোকলের ফাইনাল ড্রাফ্ট প্রকাশ্যে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী বছরেই কোয়ালকম (Qualcomm) ওয়াই-ফাই ৭ সাপোর্টযুক্ত রাউটার বাজারজাত করতে পারে। যদিও এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Wi-Fi 7 ব্যবহার করে নেটওয়ার্কের সিঙ্গল চ্যানেলে জুড়তে পারবেন ৫০০ ইউজার

আজ্ঞে হ্যাঁ, ইতিমধ্যে কোয়ালকম দাবি করেছে, ওয়াই-ফাই ৭ প্রযুক্তি নেটওয়ার্কের একটিমাত্র চ্যানেলে প্রায় ৫০০ ইউজারকে সংযুক্ত হওয়ার সুযোগ দেবে। ওয়াই-ফাই ৬ রাউটারের তুলনায় এই ক্ষমতা যে যথেষ্ট বেশি তা আলাদা করে বোঝানোর দরকার নেই। এছাড়া আসন্ন ওয়াই-ফাই ৭ প্রযুক্তি অপেক্ষাকৃত স্বল্প ল্যাটেন্সির নেটওয়ার্ক সরবরাহ করবে যা ভিডিও কনফারেন্স ও অনলাইন গেমিংয়ের জন্য আদর্শ। এজন্য ওয়াই-ফাই ৭ নেটওয়ার্কের মাধ্যমে এআর (AR) ও ভিআর (VR) অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

সুতরাং একথা খুব স্পষ্ট যে আসন্ন Wi-Fi 7 প্রযুক্তির দৌলতে ডিজিটাল কানেক্টিভিটির পরিচিত জগতে বড় বদল আসতে চলেছে। সেক্ষেত্রে ছোট ব্যবসা ও উদ্যোগগুলি এর দ্বারা ব্যাপকভাবে লাভবান হতে পারে। তবে Wi-Fi 7 সাপোর্টযুক্ত রাউটারের দাম সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলার উপায় নেই। এ ব্যাপারে আরো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে মানে টেকগাপে নজর রাখুন।