দাম 15 হাজার টাকার কম, সেরা এই 5G ফোনগুলি এখানে পাওয়া যাচ্ছে

Avatar

Published on:

5G Mobiles Under 15000

আপনি যদি নিজেদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট কিনতে চান, তবে এটাই সবথেকে উত্তম সময়! কেননা ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart নিয়ে এসেছে এমন কয়েকটি আকর্ষণীয় ডিল, যার মাধ্যমে 15,000 টাকার কমে লেটেস্ট 5G স্মার্টফোন কেনা যাবে। এই তালিকায় সামিল রয়েছে – Poco M6 Pro 5G, Vivo T2x 5G এবং Samsung Galaxy F14 5G। এই তিনটি মডেলে 5জি কানেক্টিভিটির পাশাপাশি উন্নত ডিসপ্লে, ভালো পারফরম্যান্স প্রদানকারী চিপসেট, 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার শুটার, শক্তিশালী ব্যাটারি এবং র‍্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে।

Flipkart -এ ডিসকাউন্ট সহ 15,000 টাকার কমে বিক্রি হচ্ছে এমন 3টি সেরা 5G ফোনের তালিকা

Poco M6 Pro 5G : পোকো এম6 প্রো 5জি স্মার্টফোনের 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ডিসকাউন্টের সাথে মাত্র 10,999 টাকায় বিক্রি হচ্ছে। জানিয়ে রাখি এর আসল দাম 12,999 টাকা। অর্থাৎ পুরো 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

ফিচার – পোকো এম6 প্রো 5জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ 6.79-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2460×1080 পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 550 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি অ্যাড্রেনো 613 জিপিইউ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ এসেছে। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিন চালিত এই ফোন ৬ জিবি পর্যন্ত টার্বো র‍্যাম ফিচারও সাপোর্ট সাপোর্ট করে। এছাড়া এতে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, 5 মেগাপিক্সেলের সেলফি শুটার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Vivo T2x 5G : ভিভো ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটের 6 জিবি র‍্যাম+128 জিবি স্টোরেজ বিকল্পটি এই মুহূর্তে ফ্লিপকার্টে ফ্লাট 6,000 টাকা ছাড়ের সাথে তালিকাভুক্ত। যেকারণে আপনারা 18,999 টাকা মূল্যের এই ফোন মাত্র 12,999 টাকা খরচ করে কিনে নিতে পারবেন।

ফিচার – ভিভো টি2এক্স 5জি স্মার্টফোনে রয়েছে 6.58-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার বিদ্যমান। আবার পেছনে LED ফ্ল্যাশ যুক্ত 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর আছে। অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফানটাচ ওএস 13 কাস্টম স্কিন পাওয়া যাবে৷ এই ফোনেও এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়া হ্যান্ডসেটটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং 18 ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত 5,000 এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Samsung Galaxy F14 5G : অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্ট থেকে আপনারা 15,990 টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি স্মার্টফোনটি ফ্লাট 4,000 টাকা ডিসকাউন্টের সাথে কিনতে পারবেন। উল্লেখিত পরিমাণ ছাড়ের পরে এর দাম 11,990 টাকায় নেমে আসবে। এই বিক্রয় মূল্যের এর 6 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

ফিচার – স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি স্মার্টফোনের সামনে দেখা যাবে গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস PLS LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। এতে এক্সিনস 1330 প্রসেসর সমন্বিত থাকছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ওয়ানইউআই 5.1 কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। এফ-সিরিজের এই ৫জি মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ডিভাইসের সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি ফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥