Infinix Note 40 Pro 5G সিরিজ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে আসছে

Avatar

Published on:

infinix-note-40-pro-5g-series-availability-india-launch-confirmed-flipkart

গতপরশু অর্থাৎ 18ই মার্চ বিশ্ববাজারে পা রাখে Infinix Note 40 সিরিজ। আবার আজ স্বয়ং সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের এই লেটেস্ট স্মার্টফোন লাইনআপ খুব শীঘ্রই ভারতে মুক্তি পেতে চলেছে। ব্র্যান্ডটি একটি টিজার ইমেজ রিলিজ করে এই ঘোষণা করেছে। টিজারে নিশ্চিত কোনো লঞ্চের তারিখ দেখা যায়নি। তবে সিরিজের ডিভাইসগুলিতে যে ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে তা উল্লেখ করা আছে টিজারে।

প্রসঙ্গত হালফিলে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS) সার্টিফিকেশন সাইটে X6851B মডেল নম্বর সহ আসন্ন সিরিজের উচ্চতর মডেল Infinix Note 40 Pro+ 5G -কে তালিকাভুক্ত হতে দেখা গেছে, যা এদেশে ডিভাইসটির সত্বর লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Infinix Note 40 Pro 5G স্মার্টফোন সিরিজ

ইনফিনিক্স সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ নোট 40 প্রো 5জি -এর জন্য একটি টিজার ইমেজ শেয়ার করেছে। এই একই টিজার পোস্টার আজ ই-কমার্স সাইট Flipkart তাদের আপকামিং লঞ্চ সেকশনেও রিলিজ করেছে।

এই টিজার ইমেজে, এদেশে লঞ্চ হতে চলা নোট 40 প্রো 5জি এবং নোট 40 প্রো+ 5জি স্মার্টফোন দুটি “যুগান্তকারী চার্জিং প্রযুক্তি” সাপোর্ট করবে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, হ্যান্ডসেট দুটির গ্লোবাল ভ্যারিয়েন্টে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। হয়তো ভারতেও এই একই চার্জিং ফিচার অফার করবে এই সিরিজটি।

ফ্লিপকার্ট তাদের পোর্টালে, Infinix Note 40 Pro 5G স্মার্টফোন সিরিজের টিজার ইমেজ শেয়ার করলেও এখনো কোনো ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেনি। ফলে ফোনগুলির ভারতীয় ভ্যারিয়েন্ট কিরকম ফিচার অফার করবে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে যেহেতু ইতিমধ্যেই হ্যান্ডসেট দুটি গ্লোবাল মার্কেটে উপস্থিত, সেহেতু এগুলির কনফিগারেশন আমাদের জানা। নীচে বিস্তারিত ভাবে এই বিষয়ে আলোচনা করা হল…

Infinix Note 40 Pro এবং Note 40 Pro+ এর স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি সিরিজে 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস 3D কার্ভড ফ্লেক্সিবল AMOLED টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস, 2160 হার্টজ PWM ডিমিং, 240 হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, ও 93.6% স্ক্রীন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর এবং আইএমজি বিএক্সএম-8-256 জিপিইউ উপস্থিত। সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Infinix Note 40 Pro এসেছে 8 জিবি LPDDR4X র‍্যাম সহ, যার সাথে অতিরিক্তভাবে আরো 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে।

আবার উচ্চতর Note 40 Pro+ মডেলে পাওয়া যাবে 12 জিবি LPDDRX র‍্যাম, যা 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম অফার করে। স্টোরেজ হিসাবে উভয় ফোনেই 256 জিবি UFS 2.2 মেমরি মিলবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণযোগ্য। সিরিজটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এক্সওএস কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ইনফিনিক্স ব্র্যান্ডের এই লেটেস্ট লাইনআপে – এফ/1.75 অ্যাপারচার সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, OIS সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/2.2 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং স্ন্যাপার রয়েছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Infinix Note 40 Pro ফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট অল-রাউন্ড ফাস্ট চার্জ 2.0 এবং 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ প্রযুক্তি সাপোর্ট করে। এদিকে Infinix Note 40 Pro+ হ্যান্ডসেটে 4,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট অল-রাউন্ড ফাস্ট চার্জ 2.0 ও 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ প্রযুক্তির সুবিধা অফার করে। উভয় মডেলেই জেবিএল সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম রয়েছে। IP53 রেটিং প্রাপ্ত ফোন দুটির পরিমাপ 164.28×74.5×8.09 মিমি এবং ওজন 190/196 গ্রাম।

সঙ্গে থাকুন ➥