Motorola গ্লোবালি Edge সিরিজের অনবদ্য ফোন লঞ্চ করল, ক্যামেরা ও প্রসেসরে চমক

Avatar

Published on:

Motorola Edge 50 Pro Launched Globally

লেনোভো (Lenovo)-অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা মোটোরোলা (Motorola) গতকাল একটি মেজর লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল যেখানে তারা গ্লোবাল মার্কেটে জন্য Edge 50 সিরিজের তিনটি ফোন লঞ্চ করেছে – Motorola Edge 50 Fusion, Motorola Edge 50 Pro এবং Motorola Edge 50 Ultra। এর মধ্যে Edge 50 Pro মডেলটি চলতি মাসের শুরুতে ভারতীয় বাজারে প্রাথমিকভাবে লঞ্চ হয়েছিল, আর এখন এটি বিশ্ব বাজারের জন্য উপলব্ধ হয়েছে। যদিও, ডিভাইসটি এখনও উত্তর আমেরিকার মার্কেটে আত্মপ্রকাশ করেনি, তবে এটি ইতিমধ্যে যুক্তরাজ্য এবং ইউরোজোনে বিক্রি হচ্ছে। আসুন তাহলে ইউরোপের বাজারে আগত Motorola Edge 50 Pro-এর দামের সাথে ভারতীয় মূল্যের তারতম্য কতটা এবং এর স্পেসিফিকেশন ও ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Pro-এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 50 প্রো-এ 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির 1.5কে পি-ওলেড (POLED) ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসরটি ব্যবহৃত হয়েছে। তবে, এজ 50 প্রো-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি ভারতে উপলব্ধ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে না, পরিবর্তে এটি 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অফার করে।

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ 50 প্রো-এর পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং 3x অপটিক্যাল জুম ও 50x হাইব্রিড জুম সহ একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর সামনে উচ্চ মানের সেলফির জন্য একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Motorola Edge 50 Pro লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 4,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং ক্ষমতাও মিলবে। এছাড়া, এটি IP68 রেটিং প্রাপ্ত জল এবং ধুলো-প্রতিরোধী চ্যাসিস অফার করে।

Motorola Edge 50 Pro-এর মূল্য এবং লভ্যতা

ইউরোপের বাজারে Motorola Edge 50 Pro তিনটি রঙে লঞ্চ হয়েছে – ব্ল্যাক বিউটি, লাক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল। যুক্তরাজ্যে, এই মোটো ফোনটির দাম 599.99 পাউন্ড স্টার্লিং (প্রায় 62,550 টাকা) এবং ইউরোজোনে 699 ইউরো (প্রায় 62,165 টাকা)। মোটোরোলা এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং ওশেনিয়ার বাজারে Edge 50 Pro-কে নিয়ে আসবে বলেও নিশ্চিত করেছে। জানিয়ে রাখি, ভারতে Edge 50 Pro-এর প্রারম্ভিক মূল্য 31,999 টাকা (8 জিবি + 256 জিবি)।

সঙ্গে থাকুন ➥