Copa America Final: ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন কীভাবে লাইভ দেখবেন

Copa America final Argentina vs Brazil: রাত ফুরোলে কাল সেই মহারণ, গোটা ফুটবলবিশ্ব যার দিকে অসীম উৎকন্ঠা নিয়ে তাকিয়ে থাকবে! পৃথিবীর যে প্রান্তেরই বাসিন্দা হই না কেন কাল আমরা মূলত দুটি দলে ভাগ হয়ে যাবো – ব্রাজিল আর আর্জেন্তিনা। কোপা আমেরিকার (২০২১) শেষ ম্যাচে এই দুটি দল পরস্পরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, যার অন্তিম ফলাফলে নির্ধারিত হবে প্রতিযোগিতার সেরা দল। মেসি না নেইমার – অচিরেই সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো। তারপর বিজয়ী দলকে কেন্দ্র করে আনন্দোৎসব, ফুটবলের নয়া ইতিহাস রচনা।

কিন্তু আসল কথাটা হলো ফুটবল আবেগের এই বিপুল আয়োজনে তলিয়ে যাওয়ার জন্য আমাদের চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। তাছাড়া স্মার্টফোন এবং কম্পিউটার স্ক্রিনেও কোপা ফাইনালের স্বাদ উপভোগ করা সম্ভব। ১১ই জুলাই অর্থাৎ আগামীকাল, ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ৩০ মিনিটে আলোচ্য খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। খেলার স্থান ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম, যেখানে সমবেত জনতা বহু আকর্ষণীয় ম্যাচের সাক্ষী থেকেছে। তবে ফুটবল বিশ্বের প্রাণস্পন্দন লিওনেল মেসি এবং তারকা নেইমারের দ্বৈরথ দেখার জন্য এবার উত্তেজনা কিছুটা বেশী।

Argentina vs Brazil ফাইনাল ম্যাচ কোথায় দেখা যাবে

আগামীকাল কোপা আমেরিকার (২০২১) ফাইনাল বা অন্তিম ম্যাচ দেখতে হলে আমাদের প্রতিযোগিতার লাইভ টেলিকাস্ট সরবরাহকারীদের শরণাপন্ন হতে হবে। আর চলতি বছরে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিকে এই বরাত দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই সোনি নেটওয়ার্ক গ্রুপকে আমরা ইউরো কাপ সম্প্রচারকারীর ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। আগামী ১২ই জুলাই ইউরো কাপের ফাইনালে মুখোমুখি ইটালি এবং ইংল্যান্ডের ম্যাচটিও তারাই সম্প্রচার করবে।

ইংরেজি ধারাভাষ্য সহ কোপা আমেরিকার(২০২১) ফাইনাল দেখার জন্য দর্শকদের Sony Six HD/SD চ্যানেলে চোখ রাখতে হবে। এছাড়া Sony Ten 2 ও Ten 4 HD/SD চ্যানেলেও দর্শকেরা যুযুধান ব্রাজিল-আর্জেন্তিনার মহারণ দেখতে পাবেন। সর্বস্তরের ভারতীয়দের কথা ভেবেই সোনি নেটওয়ার্ক ইংরেজি ভাষার পাশাপাশি তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম এবং বাংলা ভাষায় সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করেছে।

অপরপক্ষে SonyLIV অ্যাপ্লিকেশনের মাধ্যমে কালকের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা সম্ভব। এজন্য আগ্রহীদের SonyLIV অ্যাপটি তাদের ডিভাইসে ইনস্টল করতে হবে। SonyLIV প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মালিকেরা সেক্ষেত্রে নির্দ্বিধায় তাদের স্মার্টফোনেই ম্যাচটি দেখতে পাবেন। এছাড়া JioTV অ্যাপ ব্যবহার করেও কালকের সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করা সম্ভব। সুতরাং, ২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কারা, তা জানতে হলে উপরোক্ত সংস্থাগুলির শরণাপন্ন না হয়ে কোন উপায় নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন