Triumph Rocket: 2458 সিসির ধুমধাড়াক্কা বাইক নিয়ে এল ট্রায়াম্ফ, চোখ ছানাবড়া হয়ে যাবে দেখলে

একজোড়া নতুন ভার্সনের প্রিমিয়াম মোটরসাইকেল নিয়ে হাজির হল ব্রিটেনের ট্রায়াম্ফ (Triumph)। এগুলি হচ্ছে Rocket 3 GT ও Rocket 3-এর অত্যাধুনিক ভার্সন। প্রিমিয়াম হওয়ার দরুণ দাম বেশি, এটা বুঝতে হয়তো অসুবিধা হয়নি। কিন্তু কতটা বেশি শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। মডেল দুটির দাম যথাক্রমে – 22.59 লাখ ও 21.99 লাখ টাকা (এক্স-শোরুম)। অবশ্য এত বেশি মূল্যের সঙ্গত কারণও রয়েছে। এর ইঞ্জিনের শক্তি একটি গাড়ির ক্ষমতাকেও হার মানাবে।

Triumph লঞ্চ করল একজোটা দুর্ধর্ষ মোটরবাইক

নতুন প্রজন্মের Storm-এর ডিজাইনে কিছু আপডেট দেওয়া হয়েছে। উভয় মোটরসাইকেলে ব্ল্যাক আউট এলিমেন্ট যুক্ত হয়েছে। তবে আগের মতোই তিনটি কালার অপশনে অফার করা হয়েছে – শ্যাফায়ার ব্ল্যাক সহ কার্নিভাল রেড, ম্যাট শ্যাফায়ার ব্ল্যাক সহ স্যাটিন প্যাসিফিক ব্লু এবং গ্রানাইট সহ শ্যাফায়ার ব্ল্যাক। ইনটেক কভারে রয়েছে ব্ল্যাক আউট, এগজস্ট হেডারটি হাইড্রো ফর্ম। এছাড়া সুইং আর্ম, ফর্ক লোয়ার ও ইয়োকস, রাইজার এবং হ্যান্ডেল ক্ল্যাম্প, সিট ফিনিশার, ফুট রেস্ট ও হ্যাঙ্গার ইত্যাদি ব্ল্যাক অ্যানোডাইজড করা।

শক্তির দিক থেকে গাড়িকে লজ্জায় ফেলবে। এতে উপস্থিত 2,458 সিসি, 3-সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে 7,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 165 বিএইচপি থেকে 180 বিএইচপি শক্তি এবং 4,000 আরপিএম গতিতে 221 এনএম থেকে 225 এনএম টর্ক উৎপন্ন হবে। এতে দেওয়া হয়েছে 6-স্পিড গিয়ারবক্স। আবার অপশন হিসেবে কুইক শিফ্টার বেছে নেওয়া যাবে।

ট্রায়াম্ফের Rocket 3 বাইকে 16 ইঞ্চি ফ্রন্ট ও 17 ইঞ্চি রিয়ার হুইল ব্যবহার করা হয়েছে। ডিজাইনে আপডেট হিসেবে যোগ হয়েছে দশটি স্পোক। হুইল অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে মিলবে টিএফটি স্ক্রিন, কর্নারিং এবিএস, ট্রাকশান কন্ট্রোল, চারটি রাইডিং মোড, ডিআরএল সহ অল এলইডি লাইটিং, হিল হোল্ড অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, কিলেস ইগনিশন এবং ব্যাকলিট সুইচ। এছাড়া মোবাইল চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। আবার টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাক্সেসরিজ হিসেবে বেছে নেওয়া যাবে।