শীঘ্রই লঞ্চ হবে Dizo Watch S স্মার্টওয়াচ, ফের সস্তায় অ্যামোলেড ডিসপ্লেযুক্ত আধুনিক ঘড়ি আনছে Dizo?

কিছুদিন আগেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে Realme( রিয়েলমি)-র টেকলাইফ সাবব্র্যান্ড Dizo( ডিজো)-র অ্যামোলেড ডিসপ্লেযুক্ত প্রথম স্মার্টওয়াচ Dizo Watch R (ডিজো ওয়াচ আর)। লঞ্চের পরপরই আধুনিক ঘড়িটি গ্রাহক মহলে বেশ সাড়া পেয়েছে। এখন নতুন রিপোর্টের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই আরেকটি অ্যামোলেড ডিসপ্লে সম্বলিত স্মার্টওয়াচ প্রকাশ্যে আনতে চলেছে। সম্প্রতি পরিচিত টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, Dizo কোম্পানি Dizo Watch S (ডিজো ওয়াচ এস) নামে নতুন একটি স্মার্টওয়াচের ওপর কাজ করছে। তাঁর দাবি আগামী মার্চ মাসে নতুন এই ওয়্যারেবলটি লঞ্চ হতে পারে।

ডিজো ওয়াচ এস স্মার্টওয়াচের স্পেসিফিকেশন এবং দাম এখনো পর্যন্ত জানা যায়নি। সেক্ষেত্রে নতুন স্মার্টওয়াচটিকে যদি কোম্পানির অন্যান্য প্রোডাক্টের মত বাজেট ফ্রেন্ডলি বলে ধরা হয় তাহলে এর দাম ৫,০০০ টাকার নিচে থাকবে বলে আশা করা যায়। এছাড়া গত মাসে লঞ্চ হওয়া ডিজো ওয়াচ আর-এর সাথে সামঞ্জস্য থাকতে পারে আপকামিং স্মার্টওয়াচটির। চলুন এখন ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Dizo Watch R স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

লঞ্চের সময় প্রারম্ভিক অফারে ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছিল ৩,৪৯৯ টাকায়। পরে স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয় ৩,৯৯৯ টাকা। তাই মনে করা যেতে পারে আসন্ন ডিজো ওয়াচ এস স্মার্টওয়াচের ক্ষেত্রেও একই ধারা বজায় থাকবে অর্থাৎ প্রারম্ভিক অফারে কম দামে পাওয়া গেলেও পরে ঘড়িটির দাম বাড়তে পারে।

Dizo Watch R স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচটি ১.৩ ইঞ্চি গোলাকৃতি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে যার রেজোলিউশন ৩৬০x৩৬০ পিক্সেল। ঘড়িটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম মেটালিক ফ্রেম এবং ২.৫ডি কার্ভড গ্লাস। জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এটি ৫এটিএম রেটিং বহন করে। অন্যদিকে, ঘড়িটিতে ১৫০টিরও বেশী কাস্টমাইজেবল ওয়াচফেস ছাড়াও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার।

তাছাড়া নতুন ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচে একগুচ্ছ হেলথ এবং ফিটনেস ফিচার যেমন হার্ট রেট ট্র্যাকার, SpO2 ট্র্যাকার, ১১০টিরও বেশি স্পোর্টস মোড , স্লিপ মনিটর ইত্যাদি উপলব্ধ। সাথে রয়েছে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, ফোন ক্যামেরা কন্ট্রোল, এসএমএস এবং কল নোটিফিকেশন অ্যালার্ট। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এটি ২ ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবার চার্জে Dizo Watch R স্মার্টওয়াচ ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।