Bank Aadhaar Link: অনলাইনে ও অফলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক কীভাবে করবেন জেনে নিন

ভারতের রাজস্ব বিভাগের (Revenue Department) জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। যারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন না তাদের জানিয়ে দিই যে, আপনারা যদি শীঘ্রই এই কাজ সম্পন্ন না করেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাই আপনি যদি না চান, ব্যাঙ্কে আপনার সারাজীবনের জমানো রাশিতে কোনো প্রভাব পড়ুক তবে, লিঙ্ক করানোর কাজটি অবশ্যই করুন। এক্ষেত্রে, যারা জানেন না কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হয়, তারা আমাদের এই প্রতিবদেন পড়ুন। কেননা আজ আমরা আপনাদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে, আধার কার্ডের সাথে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন তার বিশদ জানাবো। এক্ষেত্রে আপনি যদি অনলাইনে কাজটি করতে চান তবে সেই ব্যাঙ্কটির ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়েবসাইট বা অ্যাপ সক্রিয় থাকতে হবে। আর অফলাইন হলে সরাসরি ব্যাঙ্কের দোরগোড়ায় যেতে হবে আপনাদের। প্রসঙ্গত, সরকার এখন বহুবিধ প্রকল্পের সুবিধা প্রাপ্ত করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক করেছে। আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানিয়েছি।

মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে এই পদ্ধতি অনুসরণ করুন:

১. আপনার ব্যাঙ্কের মোবাইল অ্যাপে লগইন করুন।
২. এবার, ‘My Account’ সেকশনে গিয়ে ‘Service’ ট্যাবে যান এবং ‘View / Update Aadhaar Card Details’ বিকল্পে ক্লিক করুন।
৩. এখানে, দুবার আধার নম্বর এন্টার করতে হবে আপনাকে। এন্টার করার পর, ‘Submit’ বোতামে ক্লিক করুন।
৪. এখন,ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার বিষয়ে একটি মেসেজ পাবেন মোবাইলে।
৫. এরপর, আপনি আপনার নিকটস্থ ব্যাঙ্ক ব্রাঞ্চ বা ATM-এ গিয়ে অফলাইন মোডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সাথে লিঙ্ক করাতে পারেন।

অফলাইন প্রক্রিয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে এই পদ্ধতি অনুসরণ করুন:

১. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে একটি আধার-লিঙ্কিং ফর্ম পাবেন। এই ফর্মটি পূরণ করুন।
২. যদি ফর্মটি ওয়েবসাইটে না থাকে, তাহলে আপনার ব্যাঙ্কের নিকটতম শাখায় যান। তারপর, একটি ফর্ম নিয়ে তাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আপনার আধার নম্বর লিখুন।
৩. এবার, ফর্মের সাথে আপনার আধার কার্ডের একটি স্বয়ং-প্রত্যয়িত (Cell-attested) কপি জমা দিন।
৪. এরপর, কাউন্টারে গিয়ে আধার লিঙ্ক করার ফর্ম এবং ফটোকপি জমা দিন। এখানে ভ্যারিফিকেশনের জন্য আপনাকে আপনার আধার কার্ডের হার্ডকপি দেখাতে বলা হতে পারে।
৫. পরিশেষে, ফর্মটি জমা দিন।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক হওয়ার জন্য কিছু দিন সময় লাগবে। তবে, একবার লিঙ্ক হয়ে গেলে আপনাকে আপনার নিবন্ধিত বা রেজিস্টেড মোবাইল নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।