Galaxy S10 সহ জনপ্রিয় এই Samsung ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর

Samsung Galaxy S10, Galaxy S10 Plus, Galaxy S10e, ও Galaxy A50 ফোনে আর বড় অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট আসবে না।

Samsung সম্প্রতি তাদের একাধিক গ্যালাক্সি ফোনের জন্য এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচ (April 2023 security patch) ঘোষণা করেছে। তবে এর সাথে সংস্থা কিছু ফোনের নাম প্রকাশ করেছে, যেগুলিতে আর সফটওয়্যার আপডেট আসবে না। এই ফোনগুলির মধ্যে কয়েকটি প্রিমিয়াম রেঞ্জের ডিভাইস। আবার কয়েকটি মিড রেঞ্জে বাজারে এসেছিল।

আলোচ্য এই ফোনগুলির মধ্যে রয়েছে Samsung Galaxy S10, Galaxy S10 Plus, Galaxy S10e, ও Galaxy A50। এই চারটি ফোনই ২০১৯ সালে লঞ্চ হয়েছিল। তখন এগুলি অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিন সহ এসেছিল।

এরমধ্যে Galaxy A50 কিছুমাস আগে অ্যান্ড্রয়েড ১১ আপডেট পেয়েছে। আবার অ্যান্ড্রয়েড ১২ আপডেট এসেছে Galaxy S10 সিরিজের জন্য। প্রত্যেকটি ফোনই প্রায় চার বছর সিকিউরিটি আপডেট পেয়েছে।

এদিকে জানিয়ে রাখি, Galaxy S10 5G ফোনটি এখনও ত্রৈমাসিক সিকিউরিটি আপডেট পাবে বলে Samsung জানিয়েছে। আবার Galaxy S10 Lite এর জন্য প্রায় একবছর আরও সিকিউরিটি আপডেট আসবে। কারণ এই ফোনটি Galaxy S10 সিরিজের ‌শেষ মডেল ছিল এবং কয়েকটি মাস পরে লঞ্চ হয়েছিল। তবে কোনো ডিভাইসে আর বড় অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট আসবে না।