ZTE Axon 40 আসছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ও ১৬ জিবি র‌্যাম সহ, ফাঁস হল ছবি

স্মার্টফোন নির্মাতা জেডটিই (ZTE) বর্তমানে তাদের আসন্ন Axon 40 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ওপর কাজ করছে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, সংস্থাটি আগামী ৯ মে হোম মার্কেট চীনে এই সিরিজটি উন্মোচন করতে পারে। চলতি মাসের শুরুতে জেডটিই আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ Axon 40 স্মার্টফোনটির টিজার প্রকাশ করেছিল। এখন আবার এক চীনা টিপস্টার আপকামিং ডিভাইসটির একটি ছবি শেয়ার করেছেন, যা ZTE Axon 40-এর আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইনটি প্রকাশ করেছে।

ফাঁস হল ZTE Axon 40-এর ডিজাইন

টিপস্টার বাল্ড ইজ পান্ডা (Bald is Panda) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-তে একটি পোস্ট শেয়ার করে জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর ছবিটি ফাঁস করেছেন। ছবিতে দেখা গেছে এই আপকামিং ফোনে অত্যন্ত কার্ভড এজ সহ একটি ডিসপ্লে থাকবে।ডিভাইসটির ওপরের দিকের বেজেলটি খুবই পাতলা। অ্যাক্সন ২০ ৫জি এবং অ্যাক্সন ৩০ ৫জি- এর মতো আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ বাজারে লঞ্চ হওয়া জেডটিই ফোনগুলিতে, সংস্থা বাকি স্ক্রিনের তুলনায় ক্যামেরার ওপরের ডিসপ্লে এরিয়ার পিক্সেল ঘনত্ব কমিয়েছে। ফাঁস হওয়া ছবিটি দেখায় যে জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর আন্ডার-ডিসপ্লে ক্যামেরাটি প্রায় অদৃশ্য।

জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (ZTE Axon 40 Expected Specifications)

জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর আন্ডার-স্ক্রিন ক্যামেরার জন্য ওপরের ডিসপ্লে এলাকার পিক্সেল ঘনত্ব ফুল এইচডি রেজোলিউশনের সমতুল্য হবে। স্ক্রিনটিতে পিক্সেল-উইডথ মড্যুলেশন (PWM) ডিমিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। অ্যাক্সন ৪০ ৫জি-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা একটি ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইফেভার (MiFavor UI) ইউজার ইন্টারফেসে রান করতে পারে। ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। আর ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলের + ৫ মেগাপিক্সলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখতে পাওয়া যাবে।

এছাড়া, ZTE Axon 40 একটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন ডিভাইসে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।