ভারতে কত দাম হবে Vivo X60, X60 Pro, X60 Pro+ এর, লঞ্চের একদিন আগেই জেনে নিন

চীনের পর ভিভো আগামী ২৫ মার্চ ভারতে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X60 লঞ্চ করবে। ওইদিন এই সিরিজের তিনটি ফোন- Vivo X60, X60 Pro, X60 Pro+ এর ওপর থেকে পর্দা সরতে পারে। ইতিমধ্যেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে ভিভো এক্স৬০ এবং এক্স৬০ প্রো তে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে। আবার চীনে লঞ্চ হওয়ার সুবাদে ভিভো এক্স৬০ প্রো যে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ আসবে তাও নিশ্চিত। তবে লঞ্চের কয়েকদিন আগে এবার Vivo X60 সিরিজের ফোনগুলির ভারতীয় মূল্য ফাঁস হল।

Vivo X60 সিরিজের দাম ফাঁস

মুম্বাইয়ের মহেশ টেলিকম আজ জানিয়েছে, ভারতে Vivo X60 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩৯,৯৯০ টাকা। আবার ৪৩,৯৯০ টাকায় পাওয়া যাবে এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

Vivo X60 Pro ফোনটি কেনা যাবে ৪৯,৯৯০ টাকায়। জানিয়ে রাখি এই ফোনটি কেবল ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এদিকে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন Vivo X60 Pro+ বিক্রি হবে ৬৯,৯৯০ টাকায়। এই ফোনটিও ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।

জানিয়ে রাখি চীনে ভিভো এক্স৬০ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজযুক্ত মডেলের দাম ৩,৪৯৮ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ৩৯,৩০০ টাকার সমান। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৭৯৮ ইউয়ান (প্রায় ৪২,৭০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজযুক্ত মডেলের দাম ৩,৯৯৮ ইউয়ান (প্রায় ৪৫,০০০ টাকা)। 

আবার Vivo X60 Pro এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪,৪৯৮ ইউয়ান (প্রায় ৫০,৬০০ টাকা)। এদিকে Vivo X60 Pro+  এর ৮ জিবি র‌্যাম  + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৪৯৮ ইউয়ান (প্রায় ৫০,৮০০ টাকা) এবং এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৫৯৯৮ ইউয়ান (প্রায় ৬৭,৭৪৯ টাকা)। 

Vivo X60 ও Vivo X60 Pro এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। Vivo X60 Pro+ এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন