Android 12 সিস্টেমে সমস্যা খুঁজে দিলেই আপনাকে প্রায় ৭ কোটি টাকা দেবে Google

Android 12 Bug Bounty Program: দিন দশেক আগেই Google-এর আসন্ন অ্যান্ড্রয়েড ১২ ওএসের প্রথম বিটা সংস্করণ (Android 12 Beta) রোলআউট হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের নির্বাচিত স্মার্টফোনে এই লেটেস্ট ওএস উপলব্ধও হয়েছে, যার ফলে হ্যান্ডসেটগুলির ইউজাররা একাধিক নতুন ফিচার উপভোগ করতে পারছেন। তবে এই অ্যান্ড্রয়েড ১২ বিটার সাথে যে শুধু মজাদার কিছু ফিচার এসেছে এমন নয়; বরঞ্চ এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে কিছু বাগ এবং দুর্বলতা রয়েছে। আগামী দিনে Google, ওএসটির সেইসব বাগ খুঁজে বের করে বা ইউজারদের মতামত দেখে তবেই স্টেবল আপডেট প্রকাশ করবে। কিন্তু এই জাতীয় ইস্যু খুঁজে বের করা সহজ নয়, বলা চলে Google-এর টেকনোলজি টিমও এই বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখতে সক্ষম নয়। আর তাই, বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি জায়ান্টটি এবার তার অ্যান্ড্রয়েড সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রামের অংশ হিসাবে বাগ ফাইন্ডারদের আমন্ত্রণ জানাচ্ছে, যেখানে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে কোনও ত্রুটি বা দুর্বলতা খুঁজে দেখাতে পারলেই মিলবে প্রায় ৭ কোটি টাকার পুরষ্কার!

বাগ বাউন্টি প্রোগ্রাম সম্পর্কে যারা অবগত নন, তাদের জন্য বিষয়টি শুনতে কিছুটা অবাক লাগলেও, একথা সত্যি যে গুগল নিজের খুঁত ধরার জন্যেই পুরষ্কার হিসেবে টাকা দেবে। তবে খুব সহজেই এই পুরষ্কার পাওয়া যাবেনা, এর জন্য গুগল প্রদত্ত কিছু শর্তাদি মানতে হবে এবং নির্দিষ্ট কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক…

কীভাবে অ্যান্ড্রয়েড সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রামে অংশ নেবেন?

গুগল জানিয়েছে, বাগ বাউন্টি প্রোগ্রামে আগ্রহী সমস্ত টেক রিসার্চারকে অ্যান্ড্রয়েড ১২ বিটা ১ এবং অ্যান্ড্রয়েড ১২ বিটা ১.১ বিল্ড পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে, যেহেতু এই বিল্ডগুলি মূলত সংস্থার Pixel ডিভাইসে উপলভ্য, তাই প্রোগ্রামে অংশগ্রহণ করতে বা পুরষ্কার জিততে ডেভেলপারদের একটি নির্দিষ্ট Pixel স্মার্টফোনে অ্যাক্সেস থাকতে হবে। এক্ষেত্রে যে সমস্ত Pixel ফোন থাকলে বাগ বাউন্টি প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে, তা হল – Pixel 5, Pixel 4a, Pixel 4a 5G, Pixel 4, Pixel 4 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 3 এবং Pixel 3 XL মডেল।

উল্লেখ্য, একটি অফিসিয়াল ব্লগ পোস্টে গুগল বলেছে যে বাগ-ফাইন্ডিং ডেভেলপাররা স্ট্যান্ডার্ড পেমেন্টের পাশাপাশি ৫০ শতাংশ বোনাসও পুরষ্কার হিসেবে পাবেন। কিন্তু তার জন্য উক্ত বিল্ডগুলিতে AOSP (অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রোজেক্ট) কোড, OEM কোড (লাইব্রেরি এবং ড্রাইভারের জন্য), কার্নেল, সিকিউর এলিমেন্ট কোড, ট্রাস্টজোন ওএস এবং মডিউলগুলিতে কোনো অসুবিধা আছে কিনা দেখতে হবে। বাগ বা ইস্যু খুঁজে পেলে আগামী ১৮ই জুনের মধ্যে ফলাফল জমা দিতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন