ইউটিউব চ্যানেল বানানোর জন্য কি কি প্রয়োজন আর কত দাম জেনে নিন

আপনি কি খুব তাড়াতাড়ি নিজস্ব ইউটিউব চ্যানেল বানানোর কথা ভাবছেন? তাহলে Techgup এর এই প্রতিবেদনটি আপনাকে সাহায্য করতে পারে। সারাবছর আমরা অক্লান্তভাবে মানুষকে নতুন থেকে নতুনতর প্রযুক্তি, পরিষেবা এবং অফার সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে থাকি। এই প্রতিবেদনে আমরা আপনার নিজের ইউটিউব চ্যানেল বানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণগুলির সন্ধান দেব, যেগুলি আপনি খুব অল্প দামে অনলাইনেই কিনে নিতে পারবেন।

বর্তমানে সামান্য স্মার্টফোন নিয়েও আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবেন। তবে পেশাদারী ভাবে চ্যানেলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এই ক্ষেত্রে Amazon Great Indian Festival সেল আপনার সহায় হতে পারে। এবার আসুন, একজন পেশাদারী ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করার আগে প্রয়োজনীয় কোন কোন উপকরণ ঠিক কত দামে অ্যামাজন আপনার হাতে তুলে দিচ্ছে তার তালিকা দেখে নেই।

১. SHYLOC 18 ইঞ্চি এলইডি লাইট রিং এবং ট্রাইপড স্ট্যান্ড – মাত্র ১,০৯৯ টাকা খরচ করলেই একসাথে আপনি এই দুটি প্রোডাক্ট ক্রয় করতে পারেন। এক্ষেত্রে অ্যামাজন আপনাকে ৭২ শতাংশ ছাড় দিচ্ছে।

২. Boya BYM1 ওমনিডিরেকশনাল মাইক্রোফোন – ৬২ শতাংশ ছাড়ে মাত্র ৭৪৯ টাকায় ২০ ফুট অডিও কেবলসহ এই মাইক্রোফোনটি কেনা যেতে পারে।

৩. Sony ZV 1 4K vlog Camera – ব্লুটুথ শ্যুটিং গ্রিপ সহ এই ক্যামেরাটির ক্রয়মূল্য ৭৭,৯৯০ টাকা। কিন্তু এক্ষেত্রেও অ্যামাজন আপনাকে ১০,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ দিচ্ছে। ফলে এই ক্যামেরাটি আপনি পেয়ে যাবেন মাত্র ৬৭,৯৯০ টাকার বিনিময়ে।

৪. ইন্টিগ্রেটেড ১২ মেগাপিক্সেল 4k ভিডিও ক্যামেরাসহ DGI অসমো পকেট হ্যান্ডহেল্ড 3-axis Gimbal – এই দুটি উপকরণ একসাথে অ্যামাজন আপনাকে দিচ্ছে মাত্র ২৪,৯৯০ টাকায়।

৫. Panasonic Lumix G7 4k মিররলেস ইন্টারচার্জেবল ক্যামেরা – ২৯ শতাংশ ছাড়সহ এই ক্যামেরাটির দাম ৩৫,৪৯০ টাকা।

৬. YUGAM ব্যাকড্রপ স্ট্যান্ড কিট – অ্যামাজনে ১৮ শতাংশ ছাড়ে এই কিটটি কিনে নিতে পারবেন। দাম মাত্র ২,৪৬৯ টাকা।

এছাড়া অ্যামাজনের ফেস্টিভ সেলের দৌলতে ২৪.২ মেগাপিক্সেলের 4k ভিডিও রেকর্ডিং ক্ষমতা সম্পন্ন Fujifilm এর মিররলেস XT-100 ক্যামেরা পাওয়া যাবে ১৮ শতাংশ ছাড়ে। এরপর এর দাম হবে ৩২,৯৯০ টাকা। ২,৭৯৯ টাকার বিনিময়ে মিলবে Osakaর বাই-কালার dimmable LED ভিডিও লাইট। অ্যামাজন বেসিকসের ৫০ ইঞ্চি ট্রাইপট স্ট্যান্ড কিনে নেওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়, প্রায় ৬১ শতাংশ ছাড়ে! DJI OM 4 হ্যান্ডহেল্ড Gimbal স্টেবিলাইজার অ্যামাজন আপনাকে দিচ্ছে ১২,৯৮০ টাকায় – যা অনেকটাই কম। DJI Ronin SC হ্যান্ডহেল্ড ক্যামেরা Gimbal ছাড় বাদ দিয়ে পাওয়া যাবে ২৬,৯৯০ টাকায়।

সুতরাং পেশাদারীভাবে ইউটিউব ভিডিও বানাতে চাইলে আর দেরী না করে অ্যামাজনের ফাটাফাটি অফারগুলি সুবিধা গ্রহণ করুন।