গুরুগ্রামে ভারতের বৃহত্তম EV চার্জিং স্টেশন চালু হল

গতকাল দিল্লি-জয়পুর জাতীয় সড়কে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সেখানে বিদ্যুৎচালিত চার চাকা গাড়ির জন্য ৯৬টি চার্জিং পয়েন্ট রয়েছে। গুরুগ্রামের সেক্টর ৫২-তে অবস্থিত ওই চার্জিং হাবটি তৈরি করেছে অ্যালেকট্রিফাই (Alektrify) নামে একটি সংস্থা৷ আবার তারাই সেটি পরিচালনার দায়িত্ব নিয়েছে।

কোম্পানির তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, গুরুগ্রামের চার্জিং স্টেশনে একসাথে সর্বোচ্চ ১০০টি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাতে সংযোজন, এই ইভি (ইলেকট্রিক ভেহিকেলস) চার্জিং স্টেশনটি শুধুমাত্র এই অঞ্চলে বৈদ্যুতিক যাবনাহন শিল্পকে যেমন উৎসাহিত করবে। তেমনই ভবিষ্যতে সারা দেশে বড় ইভি চার্জিং স্টেশনগুলির জন্য একটি বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় সংস্থার তরফে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের চার্জিং স্টেশন ঘুরিয়ে দেখানো হয়। প্রতিষ্ঠা ও পরিচালনায় যে সমস্ত স্ট্যান্ডার্ড মেনে চলা হয়েছে, সে সম্পর্কে তাদেরকে সবিস্তারে তথ্য সরবরাহ করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে ভারতের বৃহত্তম ইভি চার্জিং স্টেশন নভি মুম্বইয়ে অবস্থিত ছিল। সেটি গত বছরের জুলাইয়ে চালু করা হয়েছিল। তৈরি করেছিল ম্যাজেন্টা (Magenta) বলে একটি সংস্থা। সেখানে ১৬টি এসি (১৫ থেকে ৫০ কিলোওয়াট) ও ৪টি ডিসি (৩.৫ থেকে ৭ কিলোওয়াট) চার্জার রয়েছে।