দুর্ধর্ষ Scorpio N এর পর এবার পুরনো Scorpio Classic নতুন অবতারে লঞ্চ হবে, পর্দাফাঁস এ সপ্তাহে

সম্প্রতি ভারতের বাজারে নতুন সংস্করণে হাজির হয়েছে Mahindra Scorpio। ‘এসইউভি’-টির নতুন নামকরণ করা হয়েছে Scorpio N। আর এখন পুরনো প্রজন্মের Scorpio Classic নয়া অবতারে লঞ্চ করবে মাহিন্দ্রা (Mahindra)। সংস্থা সূত্রে জানানো হয়েছে, শুক্রবার অর্থাৎ ১২ আগস্ট গাড়িটির উপর থেকে পর্দা সরানো হবে। ফিচারে বেশকিছু আপগ্রেড ও নতুন ডিজাইনে হাজির হবে 2022 Scorpio Classic। দুটি ভ্যারিয়েন্টে আসতে চলেছে গাড়িটি – S3+ ও S11। ৭ ও ৯ – দু’রকম আসনের সংখ্যায় বেছে নেওয়া যাবে এটি।

এগিয়ে চলার শক্তি জোগাতে আগের মতই থাকছে ২.২ লিটার, ৪-সিলিন্ডার টার্বো ডিজেল ইঞ্জিন। যা থেকে ১৩২ বিএইচপি ক্ষমতা এবং ৩০০ এমএম টর্ক উৎপন্ন হবে। কেবলমাত্র রিয়ার হুইল ড্রাইভ (RWD) সিস্টেম অফার করা হবে এতে। কোনো অটোমেটিক ট্রান্সমিশন ও ফোর হুইল ড্রাইভ (4WD)-এর বিকল্প থাকছে না। ড্রাইভিংয়ের নতুন অভিজ্ঞতা দিতে সাসপেনশন সেটআপ আপডেট করা হতে পারে। আকারে সামান্য ছোট ও উন্নততর হ্যান্ডলিং ব্যবস্থা সহ হাজির হতে পারে Scorpio Classic 2022।

ইন্টেরিয়ার ডিজাইনে বেশ কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন দেওয়া হতে পারে পিয়ানো-ব্ল্যাক ফিনিশিং ড্যাশবোর্ড এবং ডার্ক ফিনিশ উডেন সেন্ট্রা‌ কনসোল। এছাড়া থাকছে বৃহত্তর টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সাপোর্ট করবে। যদিও এটি টপ স্পেক ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ। চিরাচরিত ফিজিক্যাল বাটন, টাচ সেনসিটিভ কন্ট্রোল প্যানেল দ্বারা পরিবর্তিত হতে পারে। যা ডিসপ্লের বাঁদিকে থাকবে। ম্যানুয়াল গিয়ার লিভার নবটি Mahindra XUV700-এর থেকে ধার করা হতে পারে।

2022 Mahindra Scorpio Classic বহিরঙ্গেও সামান্য পরিবর্তনের ছোঁয়া দেওয়া হতে পারে। যেমন একটি নতুন ডিজাইনের কালো রঙের ফ্রন্ট গ্রিল, ক্রোম ফিনিশ, মাহিন্দ্রার টুইন পিক লোগো, একটি নতুন ডুয়েল টোন ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং একটি ফক্স স্কিড প্লেট। তবে লোয়ার ভ্যারিয়েন্টটি স্টিল হুইল সহ আসবে। প্রসঙ্গত, Scorpio Classic-এর উন্মোচনের পর ১৫ আগস্ট পাঁচটি ইলেকট্রিক এসইউভি গাড়ির ঝলক দেখাতে চলেছে মাহিন্দ্রা। পর্দা উন্মোচনের পর্ব ব্রিটেনে অনুষ্ঠিত হবে। সবকটি গাড়ির কনসেপ্ট মডেল বিশ্ববাজারে দরবারে হাজির করা হবে। যার মধ্যে থাকতে পারে একটি Coup SUV, e-XUV700 ও আরও তিনটি মডেল।