ভিডিও পোট্রেট মোড সহ Apple iPhone 13 সিরিজের এই তিনটি ক্যামেরা ফিচার ইউজারদের মুগ্ধ করবে

অ্যাপল (Apple) সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজ বাজারে আনে। এ বছরেও সেই রীতি অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে অবশ্য টেক জায়ান্টটি কিছুই ঘোষণা করেনি। তবে আসন্ন iPhone 13 সিরিজের স্মার্টফোনগুলি কীরকম ফিচারের সাথে আসতে পারে, তা হালে বিভিন্ন রিপোর্ট মারফত উঠে এসেছে। গতকাল iPhone 13 সিরিজের এমনই নতুন ক্যামেরা ফিচারের কথা প্রকাশ্যে এনেছেন ব্লুমমার্গের বিখ্যাত সাংবাদিক মার্ক গার্মান (Mark Gurman)। তিনি বলছেন, আইফোনে ভিডিওর জন্য পোট্রেট মোড আনতে চলেছে অ্যাপল। অর্থাৎ, পোট্রেট মোডের ভিডিও ভার্সন থাকবে iPhone 13 সিরিজে।

iPhone 13 আসছে নতুন ভিডিও পোট্রেট মোড সহ

প্রসঙ্গত, ২০১৬ সালে iPhone 7 সিরিজের স্মার্টফোনে প্রথম পোট্রেট মোড (স্টিল ছবির জন্য) ফিচার দিয়েছিল অ্যাপল। এ বছর iPhone 13 সিরিজের হাত ধরে ঠিক এই ফিচারটি ভিডিওতে যুক্ত করছে তারা। ফটোর জন্য পোট্রেট মুড যেভাবে কাজ করে, ভিডিওতেও এটি সেভাবেই কাজ করবে।

ভিডিও পোট্রেট মোডে আইফোন ১৩ সিরিজের ডেপ্থ সেন্সর ব্যাকগ্রাউন্ডে ব্লার এফেক্ট সৃষ্টি করে কেবলমাত্র ভিডিওর সাবজেক্টের উপর ফোকাস রাখবে। যারা আইফোনে ডকুমেন্টরি ভিডিও বানান বা যারা ভ্লগিং করেন – তাদের জন্য এই ফিচারটি খুব উপযোগী হতে চলেছে।

এটি গেল প্রথম ফিচার৷ দ্বিতীয় ফিচার হিসেবে আইফোন ১৩ ব্যবহারকারীরা হাই-কোয়ালিটি ভিডিও রেকর্ডিং ফরম্যাট পাবেন। যার পোশাকি নাম হবে প্রোরেজ বাই অ্যাপল (ProRes by Apple)।

ভিডিও রেকর্ডিং ছাড়াও কয়েকটি নতুন ফিল্টার দিয়ে এগজিস্টিং ফটো ফিল্টারে আপডেট করার ব্যাপারে ভাবছে অ্যাপল। এছাড়া, পুরো ছবিতে ফিল্টার প্রয়োগ করার বদলে, আপকামিং আইফোন ১৩ ইউজারেরা নির্দিষ্ট বস্তুর উপর ফিল্টার প্রয়োগ করতে পারবে।

সুতরাং, প্রতি বছরের মতো এ বছরেও অ্যাপল তাদের আইফোন সিরিজের ক্যামেরা ফিচার আপগ্রেড করতে চলেছে। এবং উল্লিখিত ফিচারগুলি নতুন আইফোনের সবচেয়ে বড় হাইলাইট হয়ে উঠতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন