Smartphone: 200MP ক্যামেরার ফোন মাত্র 17,999 টাকায়! বাম্পার অফার Amazon-এ

গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ Honor 90 ফোনটির সাথে প্রায় তিন বছর বিরতির পর দেশের স্মার্টফোন মার্কেটে প্রত্যাবর্তন করেছে অনর। এই ফোনটি এখন লঞ্চের প্রায় সাত মাস পর, অ্যামাজন (Amazon)-এ ব্যাপক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এমনকি, ব্যাঙ্ক অফার ধরে Honor 90 অ্যামাজন থেকে মাত্র 17,999 টাকায় কেনা যেতে পারে। চলুন Honor 90-এর অফারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 90-এর ওপর আকর্ষণীয় Amazon ডিল

অনর 90-এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরজ মডেলটি 22,999 টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ বিকল্পেও পাওয়া যায়, যা বর্তমানে অ্যামাজনের সাইটে 24,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে। প্রসঙ্গত, এই দুই মডেলের লঞ্চ প্রাইস ছিল 37,999 টাকা এবং 39,999 টাকা। অ্যামাজন দামের ওপরে আবার বেশ কিছু ব্যাঙ্কের অফারও দিচ্ছে, যা মূল্য যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকায় নামিয়ে আনতে পারে। ডিলগুলির মধ্যে রয়েছে –

  • এইচএসবিসি (HSBC) ক্রেডিট কার্ড লেনদেনের সাথে ফ্ল্যাট 5,000 টাকা ছাড়।
  • সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সাথে ফ্ল্যাট 3,000 টাকা ছাড়।
  • অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ক্রেডিট কার্ড ট্রানজাকশনের মাধ্যমে 4,100 টাকা পর্যন্ত সঞ্চয় (ফ্ল্যাট 3,000 টাকা ছাড় + 1,100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক) করা যাবে।

Honor 90 কেন কিনবেন?

Honor 90-তে কোয়াড-কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা এই প্রাইস সেগমেন্টে বিরল। এটি 6.67 ইঞ্চির প্যানেল, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1,600 নিট পিক পিক ব্রাইটনেস এবং 3840 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, Honor 90-তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, যা এই মূল্যের ক্ষেত্রে যথেষ্ট ভাল। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Honor 90-এ শক্তিশালী 5,000mAh ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে প্রায় এক দিন স্থায়ী হয়। হ্যান্ডসেটটি 66 ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যা এই প্রাইস সেগমেন্টে তেমন একটা দেখা যায় না। এতে 200MP ক্যামেরা রয়েছে। তাই এই মুহূর্তে 25,000 টাকার কমে Honor 90 একটি ভালো ভ্যালু-ফর-মানি ফোনে পরিণত হয়েছে।