Oppo A11s হবে বাজেট ফ্রেন্ডলি 5G ফোন? ফাঁস হল ডিজাইন ও কালার অপশন

সম্প্রতি Oppo PEYM00 ও PECM20 মডেল নম্বরের দুটি ফোন চীনের TENAA অথোরিটি থেকে ছাড়পত্র লাভ করেছিল। এরমধ্যে প্রথম ফোনটি Oppo K9 Pro নামে লঞ্চ হবে বলে জানা গেছে। তবে PECM20 বাজেট ফ্রেন্ডলি 5G ফোনটি কী নামে বাজারে আসবে তা নিয়ে এতদিন আমাদের হাতে কোনো তথ্য ছিল না। কিন্তু আজ জনপ্রিয় টিপস্টার, ইভান ব্ল্যাশ আপকামিং Oppo A11s ফোনের ডিজাইন ও কালার ভ্যারিয়েন্ট ফাঁস করেছেন। এই ফোনটির মডেল‌ নম্বর PECM20 হবে বলে অনুমান করা হচ্ছে।

Oppo A11s এর রেন্ডার ফাঁস

ব্ল্যাশ সোশ্যাল মিডিয়ায় ওপ্পো এ১১এস এর রেন্ডার শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। ইয়ারপিস ডিভাইসের উপরের বেজেলে থাকবে। আবার নীচের দিকেও পুরু বেজেল চোখ এড়িয়ে যায় না। ফোনের বামপাশে ভলিউম বাটন ও ডান পাশে পাওয়ার কী উপস্থিত।

ওপ্পো এ১১এস এর ব্যাক প্যানেলের কথা বললে, এটি পলিকার্বনেট মেটেরিয়াল দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। এখানে আয়তক্ষেত্রকার ক্যামেরা মডিউল দেখা যাবে। যার মধ্যে তিনটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। এছাড়াও ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত।

ডিভাইসের স্ক্রিনে চাইনিজ টেক্সট নিশ্চিত করেছে, Oppo A11s ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ হবে। যদিও অন্যান্য মার্কেটেও ফোনটি আসবে বলে অনুমান করা যায়। ব্ল্যাক ও হোয়াইট কালারে ফোনটি পাওয়ার যাবে। Oppo A11s ফোনটির দাম ২০,০০০ টাকার মধ্যে থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন