Samsung Galaxy M53 5G, Galaxy M33 5G লঞ্চ হল নতুন Emerald Brown কালার সহ, দাম কত

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং গতমাসে তাদের M-সিরিজের অধীনে দুটি মিড রেঞ্জ হ্যান্ডসেট Samsung Galaxy M53 5G এবং Galaxy M33 5G বাজারে উন্মোচন করে। তবে এখন সংস্থা এই ডিভাইসগুলি জন্য একটি নতুন কালার অপশন চালু করেছে। এবার থেকে পূর্ববর্তী কালার অপশনগুলির সাথে Galaxy M53 5G এবং Galaxy M33 5G মডেলগুলি পাওয়া যাবে নতুন এমারেল্ড ব্রাউন (Emerald Brown) কালার ভ্যারিয়েন্টেও।

প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি চলতি বছর এপ্রিল মাসে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি হ্যান্ডসেট দুটির ওপর থেকে পর্দা সরিয়েছে। লঞ্চের সময়, গ্যালাক্সি এম৩৩ শুধুমাত্র ব্লু এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল, আবার গ্যালাক্সি এম৫৩ মডেলটি ডিপ ওশান ব্লু এবং মিস্টিক গ্রিন কালারগুলিতে বেছে নেওয়া যেত। তবে, এখন এই হ্যান্ডসেট দুটি নতুন এমারেল্ড ব্রাউন কালার অপশনেও কেনা যাবে। যদিও, এই নতুন রঙের বিকল্পটির ক্ষেত্রে স্পেসিফিকেশন এবং মূল্য আগের মতোই রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M53 5G Specifications)

স্যামসাং গ্যালাক্সি এম৫৩-এ ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M53 5G-এর ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M53 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M33 5G Specifications)

স্যামসাং গ্যালাক্সি এম৩৩-এ ৬.৬ ইঞ্চির ফুল+এইচডি+ এলসিডি প্যানেল রয়েছে, যা ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy M33-এর রিয়ার প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। Samsung Galaxy M33-এর শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

উল্লেখ্য এমারেল্ড ব্রাউন কালার ভ্যারিয়েন্টটি বর্তমানে স্যামসাংয়ের অনলাইন স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon.in) এবং নির্বাচিত রিটেইল দোকানগুলিতে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে Samsung Galaxy M53-এর প্রারম্ভিক দাম ২৬,৪৯৯ টাকা, সেখানে Galaxy M33-এর দাম শুরু হয় মাত্র ১৭,৯৯৯ টাকা থেকে।