Samsung Galaxy A82 5G এর সমস্ত ফিচার ফাঁস! চলতি মাসেই বাজারে আসছে

Samsung Galaxy A সিরিজের A52/A52 5G ও A72 স্মার্টফোন লঞ্চ হয়েছে খুব একটা বেশি দিন হয়নি। কিন্তু এর মধ্যেই Galaxy A সিরিজের আরও একটি ফোন লঞ্চ করার জন্য স্যামসাং প্রস্তুতি নেওয়া শুরু করেছে। Samsung Galaxy A82 5G (Galaxy Quantum2 ) নামের এই ফোনটি সার্টিফিকেশন ও বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের ডেটাবেসে আগে দেখা গিয়েছিল। সম্প্রতি আবার ফোনটির ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে৷ এবার গ্যালাক্সি এ৮২ ৫জি (গ্যালাক্সি কোয়ান্টাম২ ) এর মার্কেটিং ব্রোশারের ছবি ফাঁস হয়ে গেল। লিক হওয়া ছবিগুলি থেকে ফোনটির প্রায় যাবতীয় স্পেসিফিকেশনই সামনে চলে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এ৮২ ৫জি বা গ্যালাক্সি এ কোয়ান্টাম২ স্মার্টফোন ইনফিনিটি-ও ডিজাইনের ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। এতে WQHD+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসরের সঙ্গে থাকবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

ক্যামেরা ডিপার্টমেন্ট ফোনটির অন্যতম আকর্ষণ হতে চলেছে৷ এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ডিসপ্লের হোল-পাঞ্চ কাটআউটে ডুয়াল-পিক্সেল অটোফোকাস যুক্ত ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। রিয়ার ক্যামেরাগুলি হল — OIS সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A82 5G ফোনটি ৪৫০০ এমএইচ ব্যাটারি সহ আসবে। ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকলেও স্যামসাং, গ্যালাক্সি এ৮২ ৫জি এর সাথে ১৫ ওয়াট চার্জার শিপিং করবে।‌ সিকিরিউটির জন্য ফোনে মিলবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সহজ ভাষায় বললে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। গ্যালাক্সি এ৮২ ৫জি বা গ্যালাক্সি কোয়ান্টাম২ এর ওজন হবে ১৭৬ গ্রাম।

Samsung Galaxy A82 বা Galaxy Quantum2 স্মার্টফোনের দাম হলে ৬,৯৯,৯০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৪৬,৭৩১) টাকা। এটি গ্রে, হোয়াইট, ও লাইট ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে। যদিও স্যামসাং অফিসিয়াল ভাবে লঞ্চ ডেট ঘোষণা করেনি, তবে ফোনটি ২৩ এপ্রিল লঞ্চ হতে পারে বলে জল্পনা চলছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন