আপকামিং Google Pixel 7 Pro ফোনের প্রোটোটাইপ ব্যবহার করছেন, জানতেনই না ব্যবহারকারী

কিছুদিন আগেই গুগলের আপকামিং Google Pixel 7 হ্যান্ডসেটটির একটি প্রোটোটাইপ জনপ্রিয় ই-কমার্স সাইট ইবে (eBay)-তে প্রদর্শিত হয়েছিল এবং সেখানে ডিভাইসটির ফটোগুলি তালিকাভুক্ত ছিল৷ এখন আবার Pixel 7 সিরিজে অন্তর্ভুক্ত Pixel 7 Pro-এর প্রোটোটাইপের লাইভ ছবি একটি টেক ওয়েবসাইটে দেখতে পাওয়া গেছে। এছাড়াও মজার বিষয় হল, এক স্মার্টফোন ব্যবহারকারী খেয়াল না করেই প্রায় তিন সপ্তাহ ধরে এই প্রোটোটাইপটি ব্যবহার করছেন বলে জানা গেছে। চলুন গুগলের পরবর্তী প্রজন্মের পিক্সেল ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

ফাঁস হল Pixel 7 Pro-এর প্রোটোটাইপের লাইফ ইমেজ

গুগল পিক্সেল সাবরেডিট (Google Pixel subreddit)-এ এক স্মার্টফোন ব্যবহারকারী শেয়ার করেছেন যে, তিনি প্রায় তিন সপ্তাহ ধরে আসন্ন গুগল পিক্সেল ৭ প্রো ব্যবহার করছেন, এটি যে একটি অপ্রকাশিত ফোন ছিল তা তিনি প্রথমে বুঝতে পারেননি। ব্যবহারকারী অবশ্য এই ডিভাইসটির কোনও ছবি প্রকাশ করেননি। তবে স্ল্যাশলিকস (Slashleaks)-এর সাইটে গুগল পিক্সেল ৭ প্রো-এর প্রোটোটাইপের ছবিগুলি শেয়ার করা হয়েছে। ছবিগুলিতে দেখা গেছে যে, পিক্সেল ৭ প্রো-এর রিয়ার প্যানেলটি পিক্সেল ৭-এর মতোই দেখতে হবে, তবে প্রো মডেলটিতে একটি অতিরিক্ত ক্যামেরা সেন্সর থাকবে।

এছাড়া, ডিভাইসটিতে নতুন মেটাল রিয়ার ক্যামেরা আইল্যান্ড দেখা যেতে পারে। গুগল পিক্সেল ৭ প্রো-এর সামনে এর পূর্বসূরির মতো একই রকম কার্ভড স্ক্রিন থাকবে বলে মনে করা হচ্ছে। ছবিগুলি আরও প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

প্রসঙ্গত, লাইভ ইমেজগুলি থেকে ফোনের যে ডিজাইনটি প্রকাশ্যে এসেছে তা সাধারণ Google Pixel মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই আসন্ন ফোনটির যে তথ্যগুলি সামনে এসেছে, সেগুলি “Cubot Cheetah 2” নামের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি, এই Cubot Cheetah 2 একটি খুবই পুরানো স্মার্টফোন, যা চীনা স্মার্টফোন সংস্থা কিউবট (Cubot) দ্বারা নির্মিত হয়েছিল।

উল্লেখ্য, পূর্ববর্তী বেশ কিছু রিপোর্ট থেকে জানা গেছে, আসন্ন Google Pixel 7 সিরিজে বর্তমান Pixel 6 সিরিজের মতো একই রকম ডিসপ্লে থাকতে পারে। তবে আসন্ন স্মার্টফোনগুলিতে ক্যামেরা, প্রসেসর এবং সফ্টওয়্যারের ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যাবে। Google Pixel 7 সিরিজটি আনুষ্ঠানিকভাবে চলতি বছরের অক্টোবরে লঞ্চ হবে বলে জানা গেছে।