Samsung কে টপকে অক্টোবর মাসে ভারতের দ্বিতীয় জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme

গত অক্টোবর মাসের হিসেবে, Samsung-কে টেক্কা দিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে উঠে এল Realme। Counterpoint-র রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি গত দুই বছরে মধ্যে প্রথমবার ১৮ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে। Oppo-র সাব ব্র্যান্ড হিসেবে মাত্র তিন বছর আগে যাত্রা শুরু করা Realme-র, ভারতীয় স্মার্টফোন বাজারে এমন বিপুল উত্থানের পিছনে মূলত তাদের 5G ফোনের চাহিদা বাড়াকেই সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি ই-কমার্স সাইট, Flipkart-ও এই বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। সংস্থাটি দাবি করেছে, সম্প্রতি, ৫২% মার্কেট শেয়ার সহ Flipkart- এর এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে Realme।

সংস্থার উন্নতি ও ভবিষ্যত নিয়ে বেশ আশাবাদী রিয়েলমি ইন্ডিয়ার (Realme India) সিইও, রিয়েলমির ভিপি এবং রিয়েলমি ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট, মাধব শেঠ (Madhab Sheth)। তিনি বলেন, ”২০২১ ছিল রিয়েলমির জন্য মাইলফলকের বছর এবং এই জয় (উন্নতি) আমাদের মুকুটে আরেকটি পালক যোগ করলো। ভবিষ্যতে, কোম্পানির ‘ডেয়ার টু লিপ’ (Dare to leap) এর ভাবনা এবং স্বতন্ত্রতার সাথে, আমরা বর্তমান মার্কেটের স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করবো এবং, পাশাপাশি, মার্কেটে নিজেদের নেতৃত্বও প্রমাণ করতে থাকব বারবার”। শুধু তাই নয়, এই দৃষ্টিভঙ্গিকে সঙ্গী করেই আগামী বছরে, ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করাই যে সংস্থাটির পরবর্তী লক্ষ হতে চলেছে তাও সাফ জানিয়েছেন সংস্থার কর্ণধার।

তবে, ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় সর্বোচ্চ স্থানটি কিন্তু এখনও শাওমির (Xiaomi) দখলেই রয়েছে। উল্লেখ্য, সংস্থাটির এই বাজার শেয়ারের মধ্যে পোকো-র (Poco) শেয়ারও যুক্ত ছিল। অন্যদিকে স্যামসাং ও ভিভোর অক্টোবর মাসে মার্কেট শেয়ার এসে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ শতাংশ ও ১৩ শতাংশে।

যদিও সমগ্র তৃতীয় কোয়ার্টারের স্মার্টফোন শিপমেন্টের তথ্যে রিয়েলমি চতুর্থ স্থানে রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের দ্বারা প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, শাওমি, ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় কোয়ার্টারের চার্টের শীর্ষে রয়েছে। ১৯ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং। সর্বোপরি, রিয়েলমি, ১৪ শতাংশ শেয়ার নিয়ে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান দখল করেছে।

যাইহোক, বলাই যায় নতুন মাইলফলক ছোঁওয়ার সাথে সাথেই, রিয়েলমি, এই মুহুর্তে মার্কেটের শীর্ষস্থানীয় সংস্থা, শাওমির সাথে প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। উভয় কোম্পানিকেই ইদানীং সোশ্যাল সাইটে, বেশীরভাগ সময়ে পারস্পরিক রেষারেষিতে রত থাকতে দেখা যায়, যার অনেকটাই অবশ্য তাদের বিপুল সংখ্যক গ্রাহক ও সমর্থক গোষ্ঠীর মদতপুষ্ট।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে, রিয়েলমি, তাদের বিশ্বব্যাপী শিপমেন্টের নিরিখে, ১০০ মিলিয়ন (ইউনিট) টপকানোর কথা ঘোষণা করেছিল। সেই সময়ে, ভারতে তাদের ক্রমবর্ধমান শিপমেন্ট ৫০ মিলিয়নের গন্ডিতে রান করছিল, যা গত তিন বছরে গোটা বিশ্বে রিয়েলমির মোট বিক্রির প্রায় অর্ধেক। অতএব, ভারত যে এই মুহুর্তে রিয়েলমির সবচেয়ে বড় বাজার, তা কার্যতই স্পষ্ট।

জানিয়ে রাখি, গত অক্টোবর মাসের বিক্রির নিরিখে, ১৫,০০০ – ২০,০০০ টাকার বাজেট সীমার অধীনে থাকা স্মার্টফোনগুলির মধ্যে Realme 8s 5G মডেলটি শীর্ষ স্থানে উঠে এসেছে ৷ এছাড়া, কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ রেঞ্জ, GT সিরিজের ফোনগুলিও ৩০০,০০০ ইউনিট মতো বিক্রি হয়েছে। অন্যদিকে, গেম-কেন্দ্রিক Narzo- সিরিজের ফোনগুলিও বিক্রির দৌড়ে পিছিয়ে নেই খুব একটা, এগুলিও ১.৪ মিলিয়ন ইউনিট এর গন্ডি ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যেই।