বাজারে এল Bajaj Pulsar 150, 180 ও Pulsar 220F এর Dagger Edge Edition

Bajaj Auto ভারতে বেশ আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। ২০ এপ্রিল সংস্থাটি নতুন Pulsar NS125 নিয়ে এদেশে হাজির হয়েছিল। এক সপ্তাহ না যেতেই Bajaj, Pulsar 150, Pulsar 180, ও Pulsar 220F বাইকের Dagger Edge Edition লঞ্চ করলো। এই নয়া এডিশনে চমক বলতে আকর্ষণীয় পেইন্ট স্কিম এবং গ্রাফিক্স চোখে পড়বে। এছাড়া Dagger Edge Edition-এ Bajaj অভ্যন্তরীণ দিক থেকে কোনো পরিবর্তন করেনি।

Bajaj Pulsar 150 Dagger Edge Edition

Bajaj Pulsar 150 Dagger Edge Edition

Pulsar 150 Dagger Edge Edition দুটি ম্যাট কালার অপশনে উপলব্ধ — পার্ল হোয়াইট এবং সাফায়ার ব্লু।  পার্ল হোয়াইট কালার অপশনে বাইকটির মাডগার্ড ও রিমের ওপর রেড হাইলাইট দেখা যাবে। এছাড়াও এর বেলি প্যান শরীরে রেড-ব্ল্যাক গ্রাফিক্স রাখা হয়েছে। অন্যদিকে, সাফায়ার ব্লু কালার অপশনে বাইকটির মাডগার্ড ও রিমের ওপর হোয়াইট হাইলাইট দেখা যাবে। এছাড়াও, এর বেলি প্যান ও শরীরে হোয়াইট-ব্ল্যাক গ্রাফিক্স রাখা হয়েছে।

Pulsar 150 Dagger Edge Edition-এর জন্য খরচ করতে হবে ১,০১,৮১৮ টাকা৷ এবং Pulsar 150 Twin Disc Dagger Edge Edition-এর জন্য ১,০৪,৮১৯ টাকা ব্যয় করতে হবে৷

Bajaj Pulsar 180 Dagger Edge Edition

Bajaj Pulsar 180 Dagger Edge Edition
Picture: Jetwheels

Pulsar 180 Dagger Edge Edition পার্ল হোয়াইট, ভলক্যানিক রেড ও স্পার্কেল ব্লু ম্যাট কালার অপশনে পাওয়া যাবে৷ ভলক্যানিক রেড কালার একইরকমভাবে হোয়াইট-ব্ল্যাক গ্রাফিক্স এবং হাইলাইট পেয়েছে৷ তবে স্পার্কেল ব্লু কালার অপশনে বাইকে শুধুমাত্র রেড গ্রাফিক্স এবং হাইলাইট দেখা যাবে৷ Pulsar 180 Dagger Edge Edition-এর দাম ১,০৯,৬৫১ টাকা রাখা হয়েছে৷

Bajaj Pulsar 220F Dagger Edge Edition

Pulsar 220F Dagger Edge Edition উপরে আলোচিত পালসার রেঞ্জের অপর দুটি বাইকের মতো চারটি কালার অপশন পেয়েছে৷ নতুন এডিশনে বাইকটির দাম পড়বে ১,২৮,২৫০ টাকা৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন