Nokia 5.4 ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে Android 12 আপডেট

Nokia 5.4 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শীঘ্রই এই ফোনে Android 12 আপডেট আসছে। আজ্ঞে হ্যাঁ! নতুন ওএস সহ এই ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেছে। উল্লেখ্য, Nokia 2.4, Nokia 3.4, এবং Nokia G10 কে ইতিমধ্যেই Android 12 সহ Geekbench-এ অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়া Nokia X10 ও Nokia G50 ফোন দুটিও এই ওএস এর আপডেট পাবে।

ফলে বলার অপেক্ষা রাখে না যে, নোকিয়ার লেটেস্ট ফোনগুলি গুগলের নতুন অপারেটিং সিস্টেমের আপডেট শীঘ্রই পেতে শুরু করবে। এর আগেও নোকিয়ার ফোনগুলি যথাসময়ে আপডেট পেয়েছে। নতুন বছরেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে।

যাইহোক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম সহ নোকিয়া ৫.৪ গিকবেঞ্চ-এ সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩০৯ ও ১৩৩১ স্কোর করেছে। ফোনটির সফটওয়্যার যে আরও অপ্টিমাইজ হবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া ফোনে একাধিক নতুন ফিচার যোগ হবে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে একটি ডায়নামিক্যালি অ্যাডজাস্টিং লক স্ক্রিন উপস্থিত এবং এতে নোটিফিকেশনও অনেক বড়ো এবং বোল্ড আকারে দেখা যাবে। পাশাপাশি এটির কুইক সেটিংসও নতুন করে ডিজাইন করা হয়েছে। এছাড়া, পাওয়ার বাটনটি কিছুক্ষণ প্রেস করলে আমাদের প্রায়শই ব্যবহৃত গুগল অ্যাসিস্ট্যান্ট-ও অ্যাক্সেস করা যাবে। বড়ো বাটন, হোম কন্ট্রোল এবং গুগল ওয়ালেট কুইক সেটিংসে উপলব্ধ।