Ambrane FitShot Flex স্মার্টওয়াচ ১৫০০ টাকার কমে লঞ্চ হল, রয়েছে একাধিক ওয়াচফেস

দেশীয় ইলেকট্রনিক ব্র্যান্ড Ambrane ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন স্মার্টওয়াচ, যার নাম FitShot Flex। ১.৬৯ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনের সাথে আসা এই ঘড়িটিতে রয়েছে ১৩০টির ও বেশী ওয়াচফেস। শুধু তাই নয়, ইউজারের দৈনন্দিন লাইফ-স্টাইল ট্র্যাক করার জন্য এতে থাকছে একাধিক হেলথ মনিটরিং ফিচার। চলুন Ambrane FitShot Flex স্মার্টওয়াচের দাম ও বিশেষত্ব বিশদে জেনে নেওয়া যাক।

Ambrane FitShot Flex স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে অ্যামব্রেন ফিটশট ফ্লেক্স স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। ঘড়িটির সাথে ক্রেতারা পেয়ে যাবেন ৩৬৫ দিনের ওয়্যারেন্টি। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ ঘড়িটি। জেড ব্ল্যাক এবং রোজ পিঙ্ক এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে নতুন স্মার্টওয়াচ ফিটশট ফ্লেক্স।

Ambrane FitShot Flex স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত অ্যামব্রেন ফিটশট ফ্লেক্স স্মার্টওয়াচে রয়েছে কার্ভড স্কোয়ার ডিসপ্লে, সিলিকনের স্ট্র্যাপ এবং রকাস্ট প্রুফ জিঙ্ক বডি। বলাই বাহুল্য, এটি খুবই হালকা ওজনের। স্মার্টওয়াচটির ১.৬৯ ইঞ্চি ফুল টাচ লুসিড ডিসপ্লে স্ক্রীন ৫০০ নিট উজ্জলতা দেবে। এমনকি সূর্যের প্রখর রোদের মধ্যেও এর ডিসপ্লেটি পরিষ্কার এবং উজ্জ্বল ভিউ অফার করবে। ঘড়িটির ডিসপ্লের ওপর রয়েছে ২.৫ ডি ওজিএস কার্ভড পান্ডা গ্লাসের আচ্ছাদন। আবার এর আইপিএস এলসিডি স্ক্রীনের রেজোলিউশন ২৪০x ২৪০। কোম্পানির তরফে জানানো হয়েছে,স্মার্টওয়াচটির ১৩০টির বেশী ক্লাউড-বেসড ওয়াচফেসের থেকে ক্রেতারা তাদের পছন্দমত ওয়াচফেস বেছে নিতে পারবেন।

ব্যবহারকারী দৈনন্দিন ক্রিয়া-কলাপকে নিরীক্ষণ করতে অ্যামব্রেন ফিটশট ফ্লেক্স-এ আটটি এক্সারসাইজ মোড উপলব্ধ। এমনকি হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে SpO2, হার্ট রেট ও ব্লাড প্রেসার মনিটর, স্লিপ মোড, মেনস্ট্রুয়াল ট্র্যাকার ইত্যাদি। পাশাপাশি থাকছে ২৪ x ৭ হেলথ মনিটরিং সিস্টেম।

অন্যদিকে, স্মার্টওয়াচটি ইউজারের দৈনন্দিন ক্রিয়া-কলাপ ট্র্যাক করার পাশাপাশি স্ট্রেস এবং সিডেন্ট রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে ঘড়িটি আইপি ৬৮ রেটিং প্রাপ্ত।

এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এছাড়া Ambrane FitShot Flex স্মার্টওয়াচটি ব্যবহারকারীর ফোনের কল এবং টেক্সট মেসেজ জানান দেবে। শুধু তাই নয়, ফোনের ক্যামেরা এবং অডিও এই ঘড়িটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে । এছাড়া এতে রয়েছে এলার্ম, টাইমার এবং স্টপওয়াচের সুবিধা।