Virus নাকি Trozan, কোনটি বেশি ক্ষতিকারক? জেনে নিন ডিভাইস সুরক্ষিত রাখার সব খুঁটিনাটি

এই প্রযুক্তি নির্ভর জীবনে ভাইরাস এবং ট্রোজান শব্দদুটি কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর মধ্যে কোনটি কতোটা ক্ষতিকারক? কীভাবেই বা এদের থেকে বাঁচা যায়?

Virus vs Trozan: কম্পিউটার এবং ইন্টারনেটে কাজ করার সময় ‘ভাইরাস’ (Virus) শব্দটি যে কতবার শোনা যায়, আদতে তার কোনো হিসেব নেই। এদিকে স্মার্টফোন কেন্দ্রিক এই জীবনে ‘ট্রোজান’ (Trojan) শব্দটিও বেশ পরিচিত এবং অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই দুটি জিনিসই ক্ষতিকারক – এমন ধারণা কম-বেশি সবার থাকলেও, ভাইরাস এবং ট্রোজান এক নাকি আলাদা তা অনেকেই বুঝে উঠতে পারেননা। সেক্ষেত্রে আজ আমরা এই দুটি বিপজ্জনক বস্তু সম্পর্কেই খুঁটিনাটি তথ্য দেব, যাতে আপনি স্মার্টফোন, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করার সময় সাবধানে থাকতে পারবেন। আসুন তবে, দেরি না করে জেনে নিই গুরুত্বপূর্ণ তথ্যাদি।

Virus কী?

প্রথমেই বলে রাখি, ভাইরাস হলো এক ধরনের দূষিত বা ম্যালিশিয়াস কোড যা একটি এক্সিকিউটেবল ফাইল (exe)-এর সাথে সংযুক্ত থাকে। এটি দুই প্রকারের হয় – রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট। সেক্ষেত্রে এইরকম একটি ক্ষতিকারক ফাইল কম্পিউটারে কোনোভাবে ইনস্টল হয়ে গেলেই ব্যস! এটি চাইলে আপনার সিস্টেম ডেটা পরিবর্তন বা ডিলিট করে ফেলতে পারে; এমনকি এর থেকে ধ্বংস হয়ে যেতে পারে সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমও। এছাড়া ভাইরাসের সাহায্যে হ্যাকাররা কম্পিউটার সিস্টেমের কার্যকারিতাও পরিবর্তন করতে পারে, যদিও এটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়না। মনে রাখবেন, একবার সিস্টেমে ভাইরাস প্রবেশ করলে এটি নিজের মতো আরও ভাইরাস কপি তৈরি করতে পারে।

তবে, সব ভাইরাসই যে ইউজারদের জন্য ক্ষতিকর তা নয়। যেমন সিস্টেমে ইনস্টল করা অ্যান্টিভাইরাস, ভাইরাস হলেও কাজে আসে। এই ধরণের সফ্টওয়্যারের সাহায্যে কম্পিউটারে উপস্থিত ভাইরাসকে শনাক্ত করা যায়।

Trojan কী?

ট্রোজান হল ম্যালওয়ারের (পড়ুন ভাইরাসের একটি বিপজ্জনক) রূপ যার কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক কিংবা স্মার্টফোন থেকে ইউজার ডেটা বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার ক্ষমতা আছে। বলা ভালো, এগুলিকে ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্যই ডিজাইন করা হয়। ট্রোজানও ভাইরাসের চেয়ে কম ক্ষতিকর নয়। এটি ব্যবহার করে, হ্যাকাররা আপনার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে এবং ডেটা চুরি করতে পারে। অন্যদিকে এগুলিও শুধুমাত্র এক্সিকিউটেবল ফাইল বা সফ্টওয়্যার প্রোগ্রামের মাধ্যমে ডিভাইসে প্রবেশ করে। সবচেয়ে বড় ব্যাপার হল যে, ট্রোজান হর্সকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে একবার ইনস্টল হলে ট্রোজানরা ভাইরাসের মতো নিজেদের কপি তৈরি করতে পারেনা।

বর্তমানে বিভিন্ন ধরনের ট্রোজান হর্স রয়েছে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল ব্যাক অফিস, রুটকিট এবং বিস্ট ট্রোজান।

কীভাবে আপনার কম্পিউটারকে Virus এবং Trozan থেকে দূরে রাখবেন?

এতদূর অবধি পরে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার সিস্টেমের জন্য ট্রোজান এবং ভাইরাস কতটা বিপজ্জনক। সেক্ষেত্রে এখানে আমরা এমন কিছু উপায় শেয়ার করছি, যার সাহায্যে আপনি এই বস্তুগুলিকে আপনার কম্পিউটার সিস্টেম থেকে দূরে রাখতে পারবেন।

১. আননোন বা সন্দেহভাজন সোর্স থেকে আসা ইমেইলের সাথে সংযুক্ত ফাইল খুলবেন না। এছাড়া ডিভাইসে এই ধরণের ফাইলগুলি ইনস্টল করা থেকেও বিরত থাকুন।

২. সবসময় আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং ইনস্টল করা সমস্ত সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখুন।

৩. কম্পিউটারে শুধুমাত্র অরিজিনাল সফ্টওয়্যার ব্যবহার করুন। ফ্রি পরিষেবার লোভে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সফ্টওয়্যার ডাউনলোড করবেন না।

৪. ডিভাইসে একটি ফায়ারওয়াল ব্যবহার করুন।