মুছে ফেলুন সব ডেটা, জানুন Google Account কীভাবে ডিলিট করবেন?

নতুন Android স্মার্টফোন হাতে পাওয়া মানেই শুরুতেই প্রথম কাজ হল Google Account-এ লগ ইন করে নেওয়া। আর অ্যাপ স্টোর থেকে শুরু করে ব্যাক আপ – সব কাজেই লাগে এই গুগল অ্যাকাউন্ট। তবে ইউজাররা যে-কোনো সময় তাদের গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন।

Google Account ডিলিট করলে কনটেন্টের অ্যাক্সেস হারাবেন

একটি গুগল অ্যাকাউন্ট ডিলিট করার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন – আপনি হয়তো আর সেই অ্যাকাউন্ট ব্যবহার করেন না, বা আপনার একটি অন্য নতুন গুগল অ্যাকাউন্ট আছে, বা আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ইত্যাদি। যদিও ব্যবহারকারীদের মনে রাখা উচিত যে, যদি তারা তাদের গুগল অ্যাকাউন্ট ডিলিট করে ফেলে, তবে তারা Youtube, Google Play-তে সেই অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সমস্ত কনটেন্টের অ্যাক্সেস হারাবে, যার মধ্যে অ্যাপ, মুভিজ, গেমস, মিউজিক সহ আরও একাধিক জিনিস অন্তর্ভুক্ত রয়েছে।

Google Account কীভাবে ডিলিট করবেন

১. আপনার ওয়েব ব্রাউজারে https://myaccount.google.com/ ওপেন করুন।

২. বাম দিকের মেনুতে “Data & personalization”-এ ক্লিক করুন।

৩. এবার নীচের দিকে ততক্ষণ পর্যন্ত স্ক্রোল করুন যতক্ষণ না আপনি “Download, delete, or make a plan for your data” অপশনটি দেখতে পাচ্ছেন।

৪. এরপর “Delete a service or your account”-এ ক্লিক করুন।

৫. “Delete your Google Account”-এ ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এন্টার করতে বলা হবে এবং তারপরে আপনি নিশ্চিতভাবে আপনার Google Account ডিলিট করে ফেলতে সক্ষম হবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন