Poco X3 Pro আজ এক্সচেঞ্জ অফারে বিরাট সস্তায় কেনা সুযোগ

Poco X3 Pro কয়েক সপ্তাহ আগেই ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনটি কোম্পানির ব্যাপক জনপ্রিয় Poco F1 এর উত্তরসূরী হিসেবে এসেছে। গত সপ্তাহে এই ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হয়েছিল। যেখানে পোকো এক্স৩ প্রো ভালোমতোই সাড়া পেয়েছে বলে জানা গিয়েছে। আজ ফোনটিকে দ্বিতীয় বার কেনার সুযোগ পাওয়া যাবে। শুধু তাই নয়, সেল উপলক্ষ্যে Poco X3 Pro এর ওপর ধামাকাদার এক্সচেঞ্জ অফার উপলব্ধ। যার পরে এই ফোনটি ১১,০০০ টাকায় কেনা যেতে পারে।

Poco X3 Pro এর দাম ও অফার

ভারতে পোকো এক্স ৩ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যায়। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৯৯৯ টাকা। আবার ২০,৯৯৯ টাকায় কেনা যাবে এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেবল বিক্রি হচ্ছে।

আগেই বলেছি Poco X3 Pro এর ওপর আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের ঘোষণা করা হয়েছে। যেখানে Poco F1 ব্যবহারকারীরা তাদের ফোনটি বদলে পোকো এক্স ৩ প্রো নিলে ৭,০০০ টাকা ছাড় পাবেন। আবার ICICI ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Poco X3 Pro এর ওপর অতিরিক্ত ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। 

Poco X3 Pro এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এক্স ৩ প্রো ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস ৬ প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, এড্রেনো ৬৪০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি।

আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইআউই (MIUI) ১২ কাস্টম ওএস-এ চলে। ফটোগ্রাফির জন্য Poco X3 Pro ফোনের পিছনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন