Moto G 5G ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, সাথে শক্তিশালী ব্যাটারি

লেনোভো মালিকানাধীন Motorola খুব শীঘ্রই তাদের নতুন মিড রেঞ্জ ফোন Moto G 5G লঞ্চ করবে। এই ফোনটির ছবি ও সম্ভাব্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়েছে। এও জানা গেছে মোটো জি ৫জি এর কোডনেম হবে ‘kiev’। এবার জানা গেল এই ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 750G প্রসেসরের সাথে আসবে। জনপ্রিয় সাইট XDA Developers এর এডিটর ইন চিপ Adam Conway এই তথ্য জানিয়েছেন।

জানিয়ে রাখি Moto G 5G ফোনটি গত জুলাইয়ে লঞ্চ হওয়া Moto G 5G Plus এর ডাউনগ্রেড ভার্সন হবে। Adam Conway জানিয়েছেন, অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর থাকবে। তবে এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসরের সাথে আসবে। একই প্রসেসরের সাথে আমরা Mi 10T Lite এবং Galaxy A42 5G ফোন দুটিকেও লঞ্চ হতে দেখেছি।

Motorola Moto G 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Adam Conway এর সাথে মিলে Mishaal Rahman এমোটোরোলা মোটো জি ৫জি এর স্পেসিফিকেশন সামনে এনেছেন। কয়েকটি টুইটে তারা জানিয়েছেন, এই ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এর পিক্সেল রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। আবার এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন উপলব্ধ থাকবে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা Moto G 5G ফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। সাথে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্প থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ক্যামেরার জন্য এতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল স্যামসাং জিএম১ সেন্সর। এর অ্যাপারচার হবে এফ/১.৭। এছাড়াও থাকবে স্যামসাং সেন্সর সহ ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স (এফ/২.২) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ওমনিভিশন ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

টুইটে বলা হয়েছে এই ফোনটির মোট চারটি মডেল থাকবে, যেগুলি হল XT2113-1, XT2113-2, XT2113-3, এবং XT2113-5.।