নচের বদলে iPhone 14 Pro তে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে, 5G সাপোর্ট সহ আসবে iPhone SE 3

আমেরিকান টেক জায়ান্ট Apple চলতি বছরের সেপ্টেম্বরে iPhone 13 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজ নিয়ে স্মার্টফোন প্রেমীদের মধ্যে চর্চার শেষ নেই। টিপস্টাররা ইতিমধ্যেই আসন্ন আইফোন সিরিজের মুখ্য স্পেসিফিকেশন ফাঁস করতে শুরু করেছেন। এবার অ্যাপলের প্রোডাক্ট অ্যানালিস্ট, Ming-Chi Kuo, iPhone 13, iPhone 14  ও iPhone SE নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন। যেখান থেকে জানা গেছে, আইফোন ১৩ সিরিজে আইফোন ১২ এর মত চারটি মডেল থাকবে।

এছাড়াও Appleainsider কে Ming-Chi Kuo জানিয়েছেন, অ্যাপল তাদের আইফোন ১৩ সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ছোট নচ ডিজাইনযুক্ত প্রো মোশন ডিসপ্লে (120Hz ProMotion display) ব্যবহার করবে। উল্লেখ্য আমরা iPhone X ফোনে প্রথম নচ ডিসপ্লে দেখেছিলাম। অ্যানালিস্ট আরও বলেছেন, iPhone 13 Pro ও iPhone 13 Pro Max মডেলে LTPO টেকনোলজি ব্যবহার করা হবে, যা দ্রুত রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও এই সিরিজে থাকবে Qualcomm এর X60M 5G চিপ।

এদিকে iPhone 13 ও iPhone 14 সিরিজের মধ্যে বড় পার্থক্য হবে এর ডিসপ্লে ডিজাইনে। Ming-Chi Kuo এর দাবি, iPhone 14 Pro তে নচ এর বদলে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। এখনকার দিনে প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে এই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার করা হয়। আবার আইফোন ১৪ সিরিজ অটো ফোকাস সাপোর্ট এবং উন্নত সেলফি ক্যামেরা সহ আসবে বলে জানা গেছে।

iPhone SE এর প্রসঙ্গে বলতে গিয়ে অ্যানালিস্ট জানিয়েছেন, ২০২২ সালে আসা অ্যাপলের এই সস্তা ফোনে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনের নাম হতে পারে iPhone SE 3 অথবা iPhone SE (2022)। এখানে পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে ও লেটেস্ট প্রসেসর থাকবে।

Ming-Chi Kuo আরও জানিয়েছেন, খুব শীঘ্রই অ্যাপল তাদের আইফোনগুলিতে ইউএসবি টাইপ সি পোর্টের (USB-C) পোর্টের ব্যবহার বন্ধ করবে। এর বদলে আইফোনগুলি MagSafe সাপোর্ট এবং পোর্টলেস ডিজাইন সহ আসবে। শুধু তাই নয়, নতুন আইফোন মডেলে আমরা টাচ আইডি (Touch ID) কে পাওয়ার বাটনের সাথে যুক্ত থাকতে দেখবো না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন