24 জিবি র‍্যাম ও 1TB স্টোরেজের দুর্ধর্ষ ফোন আনল Nubia, রূপে-গুণে চোখ ধাঁধিয়ে দেবে

গত জুলাই মাসে, সুপরিচিত স্মার্টফোন নির্মাতা নুবিয়া চীনে Nubia Z50S Pro নামে একটি দুর্ধর্ষ ফোন লঞ্চ করেছিল। এতদিন হাই-এন্ড হ্যান্ডসেটটি সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অপশনে বাজারে উপলব্ধ ছিল। এবার লঞ্চের প্রায় তিন মাস পরে, নুবিয়া নিঃশব্দে সুবিশাল ২৪ জিবি র‍্যাম সহ Z50S Pro-এর এক নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। তবে, র‍্যাম বাড়লেও ফোনটি ১ টিবি স্টোরেজই অফার করবে। চলুন Nubia Z50S Pro-এর নতুন ভার্সনের দাম ও ফিচার্স জেনে নেওয়া যাক।

Nubia Z50S Pro-এর নতুন মেমরি সংস্করণ লঞ্চ হল

চীনে নুবিয়া জেড৫০এস প্রো-এর নতুন ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), যা আগের টপ-এন্ড ভ্যারিয়েন্ট ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের চেয়ে ৩০০ ইউয়ান (প্রায় ৩,৪২০ টাকা) বেশি। যেখানে ১৬ জিবি ভার্সন ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫০,৬৮০ টাকা) মূল্যে বিক্রি হয়।

এছাড়াও, নুবিয়া জেড৫০এস প্রো যথাক্রমে ১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়। এগুলির দাম যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৯৬৫ টাকা) এবং ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫১০ টাকা)। জানিয়ে রাখি, এ বছর লঞ্চ করা প্রায় সমস্ত হাই-পারফরম্যান্স স্মার্টফোনের ২৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। খুব সম্ভবত, এই কারণেই নুবিয়া এই মডেলটি বাজারে এনেছে। কিন্তু সত্যিই কি স্মার্টফোনে ২৪ জিবি র‍্যামের কোনও প্রয়োজন রয়েছে, তা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন।

স্পেসিফিকেশনের কথা বললে, Nubia Z50S Pro-এ ওভারক্লকড Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা LPDDR5x র‍্যাম ও UFS 4.0 স্টোরেজের সাথে যুক্ত। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে৷

ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির 1.5K ওলেড (OLED) ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX800 প্রাইমারি ক্যামেরা, অটোফোকাস সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৮০ মিলিমিটার টেলিফটো লেন্স সহ একটি ৮ মেগাপিক্সেলের ওআইএস-সহায়ক ক্যামেরা সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা৷