দুর্দান্ত ফিচারের Moto G40 Fusion ফোনের দামে পরিবর্তন, কত টাকায় কিনতে পারবেন জানুন

Motorola চলতি বছরের এপ্রিলে ভারতে Moto G40 Fusion লঞ্চ করেছিল। সবচেয়ে কম দামি Snapdragon 732G প্রসেসরের এই ফোনটি, Redmi Note 10 সিরিজের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কেটে উপলব্ধ। তবে এবার এই বাজেট ফোনটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Motorola। এখন থেকে Moto G40 Fusion ফোনটি কিনতে 1,000 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টেরই দাম বাড়িয়েছে কোম্পানি।

Moto G40 Fusion এর নতুন দাম

Moto G40 Fusion এর 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে 14,999 টাকা। আবার এর 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ কিনতে 16,999 টাকা খরচ করতে হবে।

জানিয়ে রাখি ফোনটির 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের দাম ছিল যথাক্রমে 13,999 টাকা ও 15,999 টাকা।

Moto G40 Fusion এর স্পেসিফিকেশন

Moto G40 Fusion ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে আছে 6.8 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 20.5:9 আসপেক্ট রেশিও অফার করবে। আবার এতে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা-কোর Snapdragon 732G প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto G40 Fusion-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.7 অ্যাপারচার), 8 মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড লেন্স + ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে 6,000mAh ব্যাটারি। যার সাথে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন