ইলন মাস্কের X খুলতে সমস্যায় পড়ছেন? আপনি একা নন

ডাউনডিটেক্টরে সকল 11.33 মিনিটে বেশিরভাগ ব্যবহারকারী X প্ল্যাটফর্ম কাজ করছে না বলে অভিযোগ করছেন।

সম্প্রতি মেটার কিছু অ্যাপে সমস্যা দেখা দেওয়ার পরে, আজ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে Twitter) ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। বৃহস্পতিবার সকাল 10.41 থেকে অনেক ব্যবহারকারী X ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। এছাড়া অ্যাপে টুইট লোড করতেও সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যার কথা জানিয়েছেন

সকাল থেকে কাজ করছে না X

ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মের ডাউনটাইম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে সকল 11.33 মিনিটে বেশিরভাগ ব্যবহারকারী X প্ল্যাটফর্ম কাজ করছে না বলে অভিযোগ করছেন। প্রায় 60% ব্যবহারকারী তাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে সমস্যায় পড়ছেন, বাকি প্রায় 26% ব্যবহারকারী অ্যাপ অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন।

এখনও X এর তরফ থেকে সমস্যা নিয়ে মুখ খোলা হয়নি। আশা করা যায় সংস্থার ইঞ্জিনিয়াররা দ্রুত এই সমস্যার সমাধান করবে। উল্লেখ্য সম্প্রতি Instagram ও WhatsApp ব্যবহারকারীরাও প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল।