Samsung-এর এই 3 ফোনে পাবেন 6000mAh ব্যাটারি ও আরও দুর্দান্ত সব ফিচার, দাম 15000 টাকার কম

Samsung Smartphone with 6000mAh Battery: এখনকার সময়ে স্মার্টফোন যেভাবে আমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাতে করে ডিভাইসে ভালো ব্যাটারি ব্যাকআপ না থাকলে সমস্যা অবধারিত। কারণ ব্যস্ততার মধ্যে বারবার ফোন চার্জ দেওয়া কিংবা ঘণ্টার পর ঘণ্টা সেটি চার্জে বসিয়ে রাখা খুবই বিরক্তিকর ব্যাপার। সেক্ষেত্রে ইউজারদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আজকাল বেশিরভাগ ব্র্যান্ডই বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত স্মার্টফোন বাজারে লঞ্চ করছে – এদের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা Samsung-এর নামও। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানিটির প্রোডাক্ট পোর্টফোলিওতে ৬,০০০ এমএএইচ (6000mAh) ব্যাটারি ক্যাপাসিটি সম্পন্ন অনেকগুলি ফোন রয়েছে, যেগুলি কিনলে আপনি চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা এড়াতে পারবেন। আর, এরকম বিশাল ব্যাটারি ব্যাকআপওয়ালা একটি ফোন কেনার জন্য আপনার বাজেট যদি হয় ১৫,০০০ টাকা, তাহলেও কুছ পরোয়া নেই! আজ আমরা Samsung-এর এমনই কিছু হ্যান্ডসেটের সম্পর্কে কথা বলব, যেগুলিতে কম দামে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং আরও নানা কাজের ফিচার পাওয়া যাবে। আসুন, ঝটপট দেখে নিই তালিকা।

বাজেট ১৫,০০০ টাকা? ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে কিনুন এই Samsung ফোনগুলি

১. Samsung Galaxy M13: স্যামসাংয়ের এই বাজেট রেঞ্জের স্মার্টফোনটির দাম ৯,৬৯৯ টাকা।

এই স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনটিতে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ইনফিনিটি-ও (Infinity O) ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০‌×২৪০৮ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ৪০১ পিপিআই। এতে এক্সিনস প্রসেসর, র‌্যাম প্লাস ফিচার, ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ইত্যাদি সুবিধা দেওয়া হয়েছে। আবার ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

২. Samsung Galaxy M14 5G: এই ফোনের দাম পড়বে ১৩,৯৯০ টাকা।

স্যামসাংয়ের এই স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে (রেজোলিউশন ১০৮০‌×২৪০৮ পিক্সেল), ৬,০০০ এমএএইচ ব্যাটারি, এক্সিনস ১৩৩০ অক্টা-কোর প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

৩. Samsung Galaxy M33 5G: এই স্যামসাং ফোনটির দাম এখন ১৬,৯৯৯ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে এটি কিনলে আপনি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে অনেকটা সাশ্রয় করতে পারবেন।

ফিচার বলতে এই ফোনে আছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১২৮০ প্রসেসর, ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটিতেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি বিদ্যমান।