Vivo V25, Vivo V25e ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে আসছে, ফাঁস হল ছবি সহ কালার অপশন

ভিভো চলতি মাসেই বাজারে লঞ্চ করতে চলেছে তাদের V25 সিরিজের হ্যান্ডসেটগুলি। এই আপকামিং সিরিজে Vivo V25, V25 Pro এবং V25e-এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১৭ আগস্ট রাত ১২ টার সময় Vivo V25 Pro মডেলটি ভারতের বাজারে উন্মোচন করা হবে। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Pro মডেলটির সাথেই স্ট্যান্ডার্ড Vivo V25 হ্যান্ডসেটটিও এদেশের বাজারে পা রাখতে পারে। আর এখন আসন্ন লঞ্চের আগে, একটি রিপোর্টের মাধ্যমে আপকামিং Vivo V25 এবং V25e-এর কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ছবিগুলি থেকে জানা যাচ্ছে যে, এই দুটি স্মার্টফোনে প্রায় একই রকম ডিজাইন দেখা যাবে। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, উভয় হ্যান্ডসেটই দুটি ভিন্ন কালার অপশনে বাজারে আসতে পারে। উল্লেযোগ্যভাবে, Vivo V25-এর একটি কালার ভ্যারিয়েন্টে কালার-চেঞ্জিং রিয়ার প্যানেল থাকবে। Vivo V25 সিরিজের ডিভাইসগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে বলেও জানা গেছে।

প্রকাশ্যে এল Vivo V25 এবং V25e-এর রেন্ডার

টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) এবং ৯১ মোবাইলস (91Mobiles) যৌথভাবে নতুন ভিভো ভি২৫ এবং ভি২৫ই-এর ইমেজগুলি শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি২৫ ডায়মন্ড ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড-এই দুটি কালার অপশনে লঞ্চ হতে পারে। আর রিপোর্টে যোগ করা হয়েছে যে, হ্যান্ডসেটের সানরাইজ গোল্ড কালার ভ্যারিয়েন্টে একটি রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল উপস্থিত থাকবে।

অন্যদিকে, ভিভো ভি২৫ই ব্ল্যাক এবং অরেঞ্জ কালার অপশনের সাথে লঞ্চ হবে বলে রিপোর্টে জানানো হয়েছে। রেন্ডার অনুযায়ী, উভয় হ্যান্ডসেটেই প্রায় একই রকম বাহ্যিক ডিজাইন পরিলক্ষিত হবে। ছবিগুলি থেকে জানা যাচ্ছে যে, এই ভিভো হ্যান্ডসেটগুলিতে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা মডিউলগুলি রিয়ার প্যানেল থেকে প্রসারিত হয়েছে এবং মডিউলের ভিতরে এএই ক্যাম (AI Cam) লেখাটিও দেখা গেছে। তবে, ফাঁস হওয়া ইমেজগুলি ফোনের ফ্রন্ট প্যানেলটি প্রদর্শন করেনি।

জানিয়ে রাখি, Vivo V25 Pro ভারতে আগামী ১৭ আগস্ট রাত ১২ টায় লঞ্চ হতে চলেছে। ৯১ মোবাইলস-এর প্রতিবেদনে এও বলা হয়েছে যে, সিরিজের “Pro” ভ্যারিয়েন্টটির পাশাপাশি Vivo V25 মডেলটিও ওইদিন এদেশে আত্মপ্রকাশ করতে পারে। যদিও স্ট্যান্ডার্ড মডেলের লঞ্চের বিষয়ে এখনও কোম্পানির পক্ষ থেকে কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি।

এছাড়াও, সম্প্রতি Vivo V25 এবং V25 Pro-কে যথাক্রমে V2202 এবং V2158 মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ডেটাবেসে দেখা গেছে। V25 হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে বলে জানা গেছে। এর আগে, Vivo V25e হ্যান্ডসেটটি V2201 মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসেও উপস্থিত হয়েছিল।