Realme 8 Pro ইউজারদের জন্য সুখবর, একঝাঁক ফিচার সহ এল নতুন আপডেট

খোদ গুগলের Pixel ডিভাইস এখনও এপ্রিল মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ (April 2021 Android security patch) না পেলেও, রিয়েলমি তাদের সদ্য লঞ্চ করা Realme 8 Pro এর জন্য এই আপডেট নিয়ে হাজির হল। লঞ্চ হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ফোনটি সফটওয়্যার আপডেট পেল। নতুন আপডেটে ফোনের সিস্টেম শক্তিশালী হওয়া ছাড়াও, ক্যামেরা আরও উন্নত হবে এবং Vi (ভোডাফোন আইডিয়া) এর VoWiFi সাপোর্ট পাওয়া যাবে।

Realme 8 Pro এর জন্য আসা এই নতুন আপডেটের ফার্মওয়্যার ভার্সন নম্বর RMX3081_11_A.27 এবং সাইজ ৩২৯ এমবি। এই আপডেট ইনস্টল করার পর ক্যামেরা অ্যাপে কিছু উন্নতি এবং অপটিমাইজেশন পরিলক্ষিত হবে। আবার পিছনের ক্যামেরায় হাইপার মোশন স্লো মো মোড যুক্ত করবে। এছাড়াও ওয়াটারমার্কের স্টাইলও পরিবর্তন হবে।

Realme 8 Pro এর স্পেসিফিকেশন ও দাম

রিয়েলমি ৮ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএসে চলে। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেটে চলবে। সাথে আছে এড্রেনো ৬১৮ জিপিইউ। ফোনটি ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর পাওয়া যাবে।

Realme 8 Pro ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM2 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০ ওয়াট সুপার ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা ও ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন