শুধু অশ্বিন-বেয়ারস্টোই নয়, এই সপ্তাহে ক্যারিয়ারের ১০০ তম টেস্ট খেলতে চলেছেন আরো দুই লেজেন্ড

Avatar

Published on:

Ravichandran Ashwin 100th Test

বর্তমানে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করলেও অনেক সময় তারা ধারাবাহিকভাবে বেশি দিন পারফরম্যান্স ধরে রাখতে পারেন না। তবে অনেকেই তার দেশের হয়ে শততম টেস্ট ম্যাচ খেলার জন্য স্বপ্ন দেখে থাকেন। আগামীকাল ভারত বনাম ইংল্যান্ড (India vs England Match) ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) সঙ্গে সঙ্গে এই সপ্তাহে আরও দুজন ক্রিকেটার তাদের দেশের হয়ে শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন।

বর্তমানে চলমান ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে একাধিক ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করেছেন। তবে তাদের মধ্যেও অভিজ্ঞ ক্রিকেটারদের দুরন্ত পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছে। এই সিরিজেই ৩৭ বছর বয়সী রবিচন্দ্রন আশ্বিন নিজের টেস্ট জীবনে ৫০০ তম উইকেট সংগ্রহ করে দৃষ্টান্ত তৈরি করেন। অন্যদিকে জেমস অ্যান্ডারসন (James Anderson) ৪১ বছর বয়সে ধারাবাহিকভাবে ইংল্যান্ডের একাদশে জায়গা করে নিচ্ছেন। তিনি আর ২ টি উইকেট তুলে নিলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭০০ তম উইকেটের মালিক হবেন।

এর সঙ্গেই আগামীকাল ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জনি বেয়ারস্টো আন্তর্জাতিক শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন। বেয়ারস্টো ইংল্যান্ডের অন্যতম সফল একজন ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৯৯ টি টেস্ট ম্যাচে মোট ৫৯৭৪ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে এই সপ্তাহে নিউজিল্যান্ডের হয়ে দুই কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসন (Kane Williamson) এবং টিম সাউদি (Tim Southee) শততম টেস্ট ম্যাচে মাঠে নামবেন। ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া বিপক্ষে কিউইদের (Australia vs New Zealand Match) শেষ টেস্ট ম্যাচে এই ছবি ধরা পড়বে।

কেন উইলিয়ামসন এই মুহূর্তে নিউজিল্যান্ড তথা বিশ্বের অন্যতম তারকা ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৯৯ টি টেস্ট ম্যাচে ৮৬৭৫ রান সংগ্রহ করেছেন। এর সঙ্গেই টিম সাউদি কিউদের অন্যতম সফল তারকা পেসার। তিনি এখনও পর্যন্ত ৯৯ টি টেস্ট ম্যাচে মোট ৩৭৮ উইকেট তুলে নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টিম সাউদির নেতৃত্বে নিউজিল্যান্ড ১৭২ রানে হারের সম্মুখীন হয়। শেষ টেস্ট ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে চাইবে।

সঙ্গে থাকুন ➥