শুরু হল Amazon Republic Day Sale, এই চার ট্যাবলেট পাওয়া যাচ্ছে অনেক কম দামে

পূর্ব ঘোষণা মতো আজ অর্থাৎ ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে Amazon Republic Day Sale, যা কিনা আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এই সেল চলাকালীন আপনারা বিভিন্ন সেগমেন্টের প্রোডাক্টের সাথে ভারী ডিসকাউন্ট পেয়ে যাবেন। সাথে বিভিন্ন অফারের লাভ ওঠাতে পারলে মোটা অঙ্কের টাকা সাশ্রয় করা সম্ভব। আমরা ইতিমধ্যেই এই সেলে স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের বিষয়ে আলোচনা করেছি। তবে আজকের এই প্রতিবেদনে সেরা কয়েকটি ট্যাবলেট ডিল সম্পর্কে আপনাদের জানাবো।

Amazon Republic Day সেলে ট্যাবলেটের উপর অফার

Xiaomi Pad (6GB, 128GB) :

অ্যামাজন আয়োজিত ৫ দিন ব্যাপী সেলে আপনারা শাওমি প্যাড মডেলটি ফ্লাট ৩৮% ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত পেয়ে যাবেন। উল্লেখিত পরিমাণ ছাড়ের পর এর দাম কমে মাত্র ২৪,৯৯৯ টাকা হয়ে যাবে।

ফিচার :

  • ২.৮ রেজোলিউশন সমর্থিত ১১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল বিদ্যমান।
  • ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকছে।
  • ডলবি অ্যাটমস সমর্থিত কোয়াড স্পিকার সিস্টেম উপলব্ধ।

OnePlus Pad Go :

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল থেকে আপনারা ৭% ছাড়ের সাথে কেবল ৩৫,৪৯৯ টাকা খরচ করে উক্ত মডেলটি কিনে নিতে পারবেন। জানিয়ে রাখি এর আসল দাম ৩৭,৯৯৯ টাকা।

ফিচার :

  • হাই রেজোলিউশন সমর্থিত ১১.৩৫-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই ট্যাবলেটে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
  • ডলবি অ্যাটমস প্রযুক্তির সাথে কোয়াড স্পিকার সিস্টেম মিলবে।

Honor Pad X8 :

অনার প্যাড এক্স৮ ট্যাবলেটটি এখন অবিশ্বাস্য ৫০% ডিসকাউন্ট সহ পকেটস্থ করা সম্ভব। যার দরুন ক্রেতারা এই মডেলটি ২১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১১,৫০১ টাকা খসিয়ে নিজের করতে পারবেন৷

ফিচার :

  • এই ট্যাবলেটে ১০.১-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে।
  • ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে।
  • ভালো পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক এমটি৮৭৮৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
  • এটি অ্যান্ড্রয়েড ১২ ওএসে রান করে।