Apple Store in India: ভারতে নিজস্ব স্টোর খুলছে অ্যাপল, উদ্বোধন হতে পারে এপ্রিলেই

অ্যাপল (Apple) সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্ল্যাগশিপ ইলেকট্রনিক্স ডিভাইস নির্মাতা। এই মার্কিন প্রযুক্তি সংস্থাটি ভারতেও একটি বিশ্বস্ত গ্রাহক বেস তৈরি করতে সফল হয়েছে। তবে এই ক্রমবর্ধমান চাহিদার মধ্যেও এদেশে অ্যাপলের নিজস্ব কোনও ফ্ল্যাগশিপ স্টোর নেই। তবে অ্যাপল অবশেষে ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে চলেছে। আগামী মাসেই জনসাধারণের জন্য এই দোকানের দরজা খুলে যাবে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, অ্যাপল বেশ কয়েকবার তাদের ফ্ল্যাগশিপ স্টোরের লঞ্চের ক্ষেত্রে বিলম্ব করেছে। কিন্তু শেষপর্যন্ত এবছর জানুয়ারি মাসে কোম্পানিটি কর্মী নিয়োগ শুরু করে, যা ইঙ্গিত দেয় যে লঞ্চটি খুব শীঘ্রই হতে চলেছে। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ব্র্যান্ডটি আগামী কয়েক মাসের মধ্যে দেশে তাদের দুটি নতুন ফ্ল্যাগশিপ রিটেইল স্টোর চালু করতে চলেছে৷ আসুন তাহলে এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মুম্বাই ও দিল্লিতে Apple খুলতে চলেছে তাদের দুটি ফ্ল্যাগশিপ স্টোর

ইকোনমিক টাইমস-এর রিপোর্টে দুই শিল্প বিশেষজ্ঞের বক্তব্যকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে, অ্যাপল খানিক বিলম্বের পরে অবশেষে ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে প্রস্তুত। কোম্পানি এপ্রিলে মুম্বাইতে তাদের প্রথম অ্যাপল স্টোরটি খোলার পরিকল্পনা করছে। এই বিপণীটি ২২,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রিমিয়াম জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলের একটি অংশ হবে। জানা গেছে যে, মুম্বাইয়ের ফ্ল্যাগশিপ স্টোরটি লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, বেইজিং, মিলান এবং সিঙ্গাপুরের মতো শহরে অ্যাপলের বিলাসবহুল ল্যান্ডমার্ক আউটলেটগুলির অনুরূপ হবে।

এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে যে, কোম্পানিটি রাজধানী দিল্লিতে তাদের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করবে। দোকানটি দক্ষিণ দিল্লির সাকেতের জনপ্রিয় সিলেক্ট সিটিওয়াক মলে অবস্থিত হবে। এই স্টোরটি মুম্বাইয়ের আউটলেটটির থেকে তুলনামূলকভাবে অনেক ছোট হবে এবং মাত্র ১০,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবস্থান করবে। দিল্লি স্টোরটি এপ্রিল-জুন মাসে তার দরজা খুলবে, যা মুম্বাই স্টোরের উদ্বোধনের কিছুদিন পরেই হতে পারে।

এক ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ জানিয়েছেন যে, দুই দোকানের জন্যই ফিটআউটগুলি সম্পন্ন হয়েছে। তবে, মুম্বাইয়ের আগে দিল্লি স্টোরের জন্য ফিট-আউট সম্পন্ন হয়েছিল। কিন্তু যেহেতু মুম্বাইয়ের দোকানটি ভারতের প্রধান ফ্ল্যাগশিপ অ্যাপল স্টোর হবে, তাই আগামী মাসে এটিই প্রথমে খুলবে। আর তার কিছুদিনের মধ্যেই দিল্লির স্টোরটিও চালু হয়ে যাবে।

তবে, ঠিক কোন তারিখে দোকানগুলি খুলবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সূত্রের মতে, অ্যাপলের গ্লোবাল এক্সিকিউটিভরা কবে উপস্থিত থাকতে পারবেন, সেই অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। শোনা যাচ্ছে যে, অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) টিম কুকও ভারতের অ্যাপল স্টোর উদ্বোধন করার জন্য আসতে পারেন, কারণ তিনি সম্প্রতি বিশ্লেষকদের জানিয়েছেন যে, ভারত তাদের প্রোডাক্টগুলির জন্য একটি বিশাল সম্ভাবনাময় ও উত্তেজনাপূর্ণ বাজার। তাই ব্র্যান্ড বিশেষভাবে এই মার্কেটে ফোকাস করেছে। তবে মুম্বাইয়ের অ্যাপল স্টোর উদ্বোধনের দিন তার উপস্থিতির খবরটি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।