Revolt RV400: এক চার্জেই 150 কিমি, এই দুর্ধর্ষ বৈদ্যুতিক মোটরসাইকেলের বিপনি খুলল এ রাজ্যে

পশ্চিমবঙ্গে ব্যবসার সম্প্রসারণ করল দু’চাকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা রিভল্ট মোটর্স (Revolt Motors)। সংস্থাটি কলকাতায় তাদের প্রথম বিপণি (retail store) খোলার মাধ্যমে পূর্ব ভারতের বাজার ধরার লক্ষ্যে জোরকদমে নেমে পড়ল। ২২২ এ.জি.সি. বোস রোডে উদ্বোধন হয়েছে ওই বিপণির। এটি সারা ভারতে রিভল্টের ১৬তম বিপণি। এই প্রসঙ্গে রিভল্ট জানিয়েছে, প্রিমিয়াম ও পারফরম্যান্স কেন্দ্রিক বৈদ্যুতিক গাড়ির বিপুল চাহিদার জন্য কলকাতা তাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। কলকাতার হাত ধরেই পূর্ব ভারতের বাজার দখলে আত্মবিশ্বাসী তারা।

রিভল্টের ওই বিপণি থেকে সংস্থার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক মোটরসাইকেল Revolt RV 400 কিনতে পারবেন গ্রাহকেরা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে বুকিং। নিজস্ব গুণে RV 400 বাকি সব বৈদ্যুতিক টু-হুইলারের সাথে সম্পূর্ণ আলাদা। এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।

স্মার্টফোনে একটি টাচেই চালু হয় ই-বাইকটি। অ্যাপের (মাইরিভল্ট) সঙ্গে কানেক্ট করে বিভিন্ন ফিচার (বাইক লোকেটর/জিও ফেন্সিং, ব্যাটারি স্টেটাস, ডায়াগনস্টিক) উপভোগ করার সুবিধা রয়েছে। এছাড়াও আছে নকল এগজস্ট সাউন্ড৷ যা বুঝতেই দেবে না, আপনি পেট্রোলের জায়গায় বৈদ্যুতিক শক্তিতে মোটরসাইকেল চালাচ্ছেন। RV 400 এর স্পেসিফিকেশনগুলি এবার দেখে নেওয়া যাক।

রিভল্ট আরভি স্পেসিফিকেশনস (Revolt RV400 Specifications)

রিভল্ট আরভি ৪০০ ইলেকট্রিক মোটরসাইকেলে ৭২ ভোল্ট, ৩.২৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৩ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটর দেওয়া হয়েছে। বাইকটি ঘন্টা প্রতি সর্বোচ্চ ৮৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। সাড়ে চার ঘন্টার মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এক বার চার্জ দিয়ে চালানো যায় ৮০  কিলোমিটার (উচ্চগতির স্পোর্টস মোড)। আবার রিভল্ট আরভি ৪০০ কমগতিতে (ইকো মোডে) একটানা ১৫০ কিলোমিটার পর্যন্ত  সফর করতে সক্ষম।

রিভল্ট আরভি ৪০০ এর ব্যাটারি সোয়াপেবল। এটি ফুরিয়ে গেলে নিকটবর্তী রিভল্ট সুইচ স্টেশনে গিয়ে ফুল-চার্জড ব্যাটারির সঙ্গে এক্সচেঞ্জযোগ্য। উল্লেখ্য, লঞ্চের পর থেকে গ্রাহকদের মন জয় করে নিয়েছে ব্যাটারিচালিত এই বাইক। এমনকি, চাহিদার যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে রিভল্ট। যার ফলে প্রত্যেকবার বুকিং চালু করার পর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত করতে দেখে অভ্যস্ত আমরা।

পেট্রোলের মূল্যবৃদ্ধির ফলে বৈদ্যুতিক যানবাহনের দিকে ক্রেতারা যে ভাবে ঝুঁকছেন, তাতে উৎসাহিত হয়ে ২০২২-এর প্রথম দিকেই দেশের ৫৯টি শহরে বিপণি খোলার লক্ষ্য নিয়েছে রিভল্ট। শহরের জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় সেগুলি তৈরি করা হবে। বিপনিগুলি রিভল্টের সেলস টাচ পয়েন্ট হিসেবে কাজ করার পাশাপাশি এখানে সংস্থার ইলেকট্রিক মোটরসাইকেলের বিশেষত্ব, চড়ে পরখ করার সুবিধা, চার্জি হওয়ার পদ্ধতি, এবং চার্জিং পয়েন্টের ইন্সটলেশন সম্পর্কেও বোঝানো হবে।

প্রসঙ্গত, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য প্রশাসনের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে ১০ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ির নিবন্ধন (registration)৷ লক্ষমাত্রা পূরণে রোড ট্যাক্স এবং নিবন্ধীকরণের খরচও মকুব করেছে রাজ্য।