Asus ROG Phone 5S আসছে 24GB RAM সহ, থাকবে সুপার ফাস্ট Snapdragon 888+ প্রসেসর

গত বছরের প্রথমার্ধে বাজারে এসেছিল Asus-এর সাড়া জাগানো গেমিং স্মার্টফোন সিরিজ Rog Phone 3। আবার বছরের দ্বিতীয়ার্ধে Asus তাদের অরিজিনাল Rog Phone 3-এর উন্নত ভার্সন হিসেবে Rog Phone 3S (Rog Phone 3 Strix Edition বলেও পরিচিত)-এর ঘোষণা করেছিল। একইভাবে এ বছরেও Asus, Rog Phone 5-এর স্পেসিফিকেশন আপডেট করে Rog Phone 5S লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এমনকি সম্প্রতি একটি স্ক্রিনশট সামনে এসেছিল, তাতে দেখা যায় একটি রিটেলার সাইটে লিস্টেড হয়েছে Asus Rog Phone 5S। যদিও লঞ্চের ব্যাপারে কোম্পানির তরফে অফিসিয়ালভাবে কোনও খবর এসে পৌঁছোয়নি। তবে এখন ভিয়েতনামের এক টিপস্টার দাবি করেছেন, Rog Phone 5-এর সাথে তুলনায় তিনটি ক্ষেত্রে মেজর আপগ্রেড করা হয়েছে Rog Phone 5S গেমিং স্মার্টফোনে।

Asus Rog Phone 5S-এর প্রথম আপগ্রেড (Processor)

প্রত্যাশামতোই, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহযোগে আসছে আসুস আরওজি ফোন ৫এস। এটি আসলে স্ন্যাপড্রাগন ৮৮৮ এর ওভারক্লকড ভার্সন।

Asus Rog Phone 5S-এর দ্বিতীয় আপগ্রেড (Refresh Rate)

আসুস আরওজি ফোন ৫ সিরিজে ৬০ /১২০/১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট ছিল। তবে আরওজি ফোন ৫এস-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা হবে। অর্থাৎ, এটি ৬০ /৯০/ ১২০/১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Asus Rog Phone 5S-এর তৃতীয় আপগ্রেড (Virtual Ram)

তৃতীয় আপগ্রেড হিসেবে আসুস আরওজি ফোন ৫এস স্মার্টফোনে যুক্ত হবে ভার্চুয়াল র‌্যাম ফিচার। যার অর্থ, প্রয়োজন পড়লে ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশ ফোনে র‌্যাম হিসেবে ব্যবহার হবে। ভিয়েতনামের ওই টিপস্টারের মতে, আসুস আরওজি ফোন ৫এস ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম অফার করবে।

প্রসঙ্গত, রিটেলার সাইটের লিস্টিং অনুসারে Asus Rog Phone 5S ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। সুতরাং, ভার্চুয়াল র‌্যাম মিলিয়ে মোট ২৪ জিবি র‌্যাম পাওয়া যাবে Asus Rog Phone 5S স্মার্টফোনে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন