iQOO Z5 শীঘ্রই ভারতে আসছে, Amazon Great Indian Festival সেলে পাওয়া যেতে পারে

iQOO Z5 চলতি সপ্তাহে চীনে লঞ্চ হতে চলেছে। সংস্থার প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের ফোন হিসেবে এটি আগামী ২৩ সেপ্টেম্বর বাজারে আসবে। তবে চীনের পাশাপাশি ভারতেও iQOO Z5 শীঘ্রই লঞ্চ হবে। আজ Amazon India এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। প্রসঙ্গত, গতকালই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ফোনটি এই মাসের শেষে সপ্তাহে ৩০,০০০ টাকার রেঞ্জে ভারতে আত্মপ্রকাশ করবে।

iQOO Z5 এর জন্য মাইক্রোসাইট তৈরি করল Amazon

অ্যামাজনের টিজার পেজে আইকো জেড সিরিজের একটি নতুন ফোন শীঘ্রই লঞ্চ হবে বলে জানানো হয়েছে। যদিও ফোনের নাম বা লঞ্চের তারিখ সেখানে উল্লেখ নেই। তবে বুঝে নিতে অসুবিধা হয় না যে এটি আইকো জেড৫ ফোন হবে। আমাদের অনুমান, আসন্ন Amazon Great Indian Festival সেলে ফোনটি পাওয়া যাবে।

iQOO Z5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, আইকো জেড৫ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং এইচডিআর১০ সাপোর্ট সহ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে দেখা যাবে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

আগেই বলেছি আইকো জেড ৫ ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৮ জিবি এলপিপিডিডিআর৫ র‌্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। এছাড়া এতে স্টেরিও স্পিকার, হাই-রেজ অডিও, এবং হাই-রেজ অডিও ওয়্যারলেসও সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z5 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই ব্যাটারি ৯৬ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম ও একটানা ১০.৪ ঘন্টা গেমিং টাইম অফার করবে। সিকিউরিটির জন্য iQOO Z5 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন